প্রেমিকার রাগ ভাঙাতে উপহার দিতে গিয়ে ডাকাতি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২১, ১১:৩২ এএম

প্রেমিকার রাগ ভাঙাতে উপহার দিতে গিয়ে ডাকাতি

প্রেমিকার মনে জায়গা পেতে সুন্দর উপহার তুলে দেওয়ার বিকল্প কমই আছে। তবে অনেক ঘুরে, বাছাই করে উপহার কেনার পর তার হাতে দেওয়ার পরপরই যদি বুঝা যায় যে, সেটি তার পছন্দ হয়নি তাহলে পুরো কষ্টই বৃথা। তখন সেই কষ্ট প্রকাশের জায়গা থাকে না কোথাও।

তাই প্রেমিকাকে উপহার দেওয়ার ক্ষেত্রে দুই ধারার মানুষ পাওয়া যায়। কেউ মনে করেন, উপহার হতে হবে সুন্দর। আবার কেউ মনে করেন দামি উপহার না দিলে প্রেমিকার মন পাওয়া যাবে না। তখন টাকার চিন্তায় বিভোর হতে হয় কাউকে কাউকে। কত দামি এবং সুন্দর উপহার দিতে পারেন চলে সেই প্রতিযোগিতা।

এবার তেমনই এক ঘটনা ঘটেছে ভারতে। প্রেমিকার জন্য উপহার কেনার অর্থ সংগ্রহে এক যুবক তার বন্ধুদের নিয়ে রীতিমতো ডাকাতি করেছেন!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের রাজধানী দিল্লির সরোজিনী নগর এলাকা থেকে শুক্রবার (১৭ ডিসেম্বর) ৩ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে একজন কারাগারেও ছিলেন। কারাগার ফেরত যুবকই তার প্রেমিকাকে দামি উপহার দিয়ে খুশি করতে বন্ধুদের নিয়ে ডাকাতির পরিকল্পনা করেন বলে জানিয়েছে পুলিশ।

সরোজিনী নগর এলাকার বাসিন্দা আদিত্য কুমার পুলিশের কাছে অভিযোগ করেন, গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তিন যুবক কলিংবেল বাজালে তিনি দরজা খোলেন। কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় তারা। যুবকদের হাতে পিস্তল দেখে বেশ ভয় পেয়ে যান আদিত্য। এরপর ওই তিন যুবক তাকে মারধর করতে শুরু করে। মুহূর্তের মধ্যে তাকে বেঁধে ফেলে তারা।

এরপর ঘর থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, জামাকাপড়সহ একটি ব্যাগ, জ্যাকেট, জুতা, হাতঘড়ি এবং স্কুটার নিয়ে চলে যায় তিন যুবক। বেশ কিছুক্ষণ পর নিজের চেষ্টায় হাতের বাঁধন খুলতে সক্ষম হন আদিত্য।

কিন্তু ডাকাতরা মোবাইলও নিয়ে যাওয়ায় কাউকেই ফোন করতে পারছিলেন না তিনি। বাধ্য হয়ে একটি প্রায় খারাপ হয়ে যাওয়া ল্যাপটপ থেকে ফেসবুকে লগ ইন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা পুলিশে খবর দেয়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ঘটনায় জড়িত শুভম নামে এক যুবক পুলিশকে জানান, প্রেমিকার সঙ্গে তার মনোমালিন্য চলছিল। প্রেমিকার রাগ ভাঙাতে দামি উপহার দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। সেই কারণেই ডাকাতির পরিকল্পনা করেন তিনি। এই কাজে তাকে সাহায্য করে বাকি দুই বন্ধু। 

Link copied!