দীর্ঘ আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক। পরবর্তীতে বিয়ে করতে কালক্ষেপন করায় প্রেমিকের বাড়িতে যেয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে প্রেমিকা। আর এই অনশনের ৪৮ ঘন্টা পর বিয়ের পিঁড়িতে বসে প্রেমিক যুগল। এমনই ঘটনা ঘটেছে গাজীপুর জেলার কাপাসিয়ায়।
গতকাল শুক্রবার রাতে বিয়ের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন রায়েদ ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ছেলে ও মেয়ের পরিবারের সম্মতিতে ৪ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়।
এই ইউপি সদস্য আরও জানান, এর আগে বুধবার বিকেলে উপজেলার রায়েদ ইউনিয়নের পূর্ব বেলাশী এলাকার আনোয়ার হোসেন ওরফে আনুর ছেলে ফয়সাল আব্দুল্লাহ আল-মামুনের বাড়িতে বিয়ের দাবি নিয়ে হাজির হন ফয়সালের প্রেমিকা। সে একই এলাকার আওলাবর বিবাদীয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ফয়সালের সঙ্গে আড়াই বছরের প্রেমের সম্পর্ক । পরবর্তীতে বিয়ে না করে কালক্ষেপণ করায় ফয়সালের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তার প্রেমিকা।
রায়েদ ইউপি চেয়ারম্যান সফিকুল হাকিম হিরণ মোল্লা গণমাধ্যমে বলেন, “ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উভয়ের সম্মতিতে বিয়ে সম্পন্ন করেছেন।”