জানুয়ারি ২৬, ২০২২, ০৪:৩২ পিএম
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় সাতক্ষীরা জেলার শ্যামনগরে অবস্থিত গ্রামীণ হাসপাতাল বিশ্ব সেরার স্বীকৃতি পেয়েছে। তবে সেবার মানের দিক থেকে নয়; ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে ‘রিবা আন্তর্জাতিক পুরস্কার ২০২১’ স্বীকৃতি পায় হাসপাতালটি। গতকাল মঙ্গলবার প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’হিসেবে স্বীকৃতি পাওয়া ফ্রেন্ডশিপ হাসপাতালটি জলবায়ু-সচেতন নকশায় তৈরি করা। দৃষ্টিনন্দনের দিক দিয়ে এই হাসপাতালের ভবনটি জার্মানির বার্লিনের জেমস সায়মন গ্যালারি ও ডেনমার্কের কোপেনহেগেনের ল্যাঞ্জব্রো সেতুকেও হারিয়ে দিয়েছে।
৮০ শয্যাবিশিষ্ট ফ্রেন্ডশিপ হাসপাতালটির নকশা করেছেন স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী। বার্লিন ও ডেনমার্কের বাকি দুটি স্থাপনার নকশা করেছেন যথাক্রমে ডেভিড চিপারফিল্ড এবং উইলকিনসন আয়ার।
স্থানীয় সূত্র জানায়, পুরো হাসপাতালের ভেতর দিয়েই এঁকে-বেঁকে বয়ে গেছে ছোট্ট খাল। বর্ষাকালে এই খালটি বৃষ্টির মূল্যবান পানি ধরে রাখে। এই পানি গ্রীষ্মের মাসগুলোতে পুরো আঙিনাকে ঠান্ডা রাখতে সহায়তা করে। হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগ এবং বহির্বিভাগকে পৃথক করে রেখেছে এই খালটি। কোনো রকমের দেওয়াল ছাড়াই কেবল একটি খালের মাধ্যমে হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগ এবং বহির্বিভাগকে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে।
প্রসঙ্গত,গত বছরের ১৬ নভেম্বর রিবা আন্তর্জাতিক পুরস্কারের জন্য ‘বিশ্বের সেরা নতুন ভবনের’সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় সাতক্ষীরার এই ফ্রেন্ডশিপ হাসপাতালের সঙ্গে জার্মানির জেমস সায়মন গ্যালারি এবং ডেনমার্কের ল্যাঞ্জব্রো সেতুও ছিল।