ভারতে বিমানে নারী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৩, ১০:৩১ পিএম

ভারতে বিমানে নারী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ

যুক্তরাষ্টের নিউইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি যাওয়ার সময়ে এক নারী যাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছেন আরেক সহযাত্রী। ঘটনাটি গত ২৬ নভেম্বর ঘটলেও তা এখন প্রকাশ্যে এসেছে ওই নারী এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জানানোর পরে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ঘটনার কথা জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

খবরে বলা হয়েছে, এ বিষয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে এয়ার ইন্ডিয়া এবং যে যাত্রী ওই কাণ্ড ঘটিয়েছেন, তাকে ‘নো-ফ্লাই’ তালিকাভুক্ত করার সুপারিশ করেছে। ভারতের বেসামরিক বিমান কর্তৃপক্ষও পৃথকভাবে ঘটনার বিবরণ জানতে চেয়েছে এয়ার ইন্ডিয়ার কাছে।

এআই-১০২ নম্বর ফ্লাইটের ওই নারী যাত্রী বিজনেস ক্লাসে যাত্রা করছিলেন। তিনি অভিযোগে লিখেছেন, খাবার দেওয়ার পরে প্লেনের ভেতর আলো কমিয়ে দিলে এক ব্যক্তি তার সামনে এসে প্যান্টের চেইন খুলে মূত্রত্যাগ করতে থাকেন। ওই ব্যক্তি সম্পূর্ণভাবে নেশাগ্রস্ত ছিলেন।

মূত্রত্যাগের পরেও বেশ কিছুক্ষণ ওই পুরুষ যাত্রীটি সেখানেই দাঁড়িয়ে থাকেন। পরে অন্য যাত্রীরা ওই ব্যক্তিকে সরিয়ে দেন। সহযাত্রীর মূত্রে ওই নারীর পোষাক, জুতা, ব্যাগ ভিজে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বিমানকর্মীদের কাছে অভিযোগ জানানোর পরে প্রথমে তার আসনে শুধু জীবাণুনাশক স্প্রে করে দেওয়া হয়। তবে বিজনেস ক্লাসে অন্য আসন খালি থাকলেও সেখানে তাকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সেই নারী। পরে তাকে একটি নতুন পোষাক দেন বিমানকর্মীরা এবং তার আসনটি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়।

তাছাড়া প্লেন দিল্লিতে অবতরণের পর বিমানকর্মীরা ওই ব্যক্তিকে আটকানোর কোনো চেষ্টা করেননি বলে অভিযোগপত্রে লিখেছেন ভুক্তভোগী নারী।

Link copied!