যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লেসের রাজ্যাভিষেকের মাঝে এক অপ্রীতিকর ঘটনা ঘটেচে। একটি ঘোড়ার লাফালাফিতে দর্শকদের বেশ সমস্যায় পড়তে হয়।এমন একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাজ্যাভিষেক দেখতে অনেকে জড়ো হয়েছিলেন। রাস্তার এক পাশে দর্শকেরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিলেন। রাস্তা দিয়ে কয়েকটি ঘোড়াকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রত্যেক ঘোড়ার পিঠেই এক জন করে কর্মচারী ছিলেন। ঘোড়াগুলি রাজকীয় শোভাযাত্রায় অংশ নিয়েছিল। সবই ঠিক ছিল। তবে সমস্যা দেখা দেয় অনুষ্ঠানের শেষে।
রাজ্যাভিষেকের পর ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে বাকিংহামের উদ্দেশে রওনা দেন রাজা ও রানি। এর পরেই শোভাযাত্রায় অংশ নেওয়া একটি ঘোড়া অদ্ভুত আচরণ করে। তার পিঠে এক জন বসেছিলেন। হঠাৎ দেখা যায় ঘোড়াটি ছটফট করতে শুরু করে। লাফিয়ে ক্রমে পিছন দিকে হাঁটে সে। তার পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা জনতার ঘাড়ে উঠে পড়ে। ঘোড়া দেখে যে যে দিকে পেরেছেন, সরে গিয়েছেন।
এসময় রাজকীয় ঘোড়াটিকে সামলাতে অন্য এক কর্মী ছুটে আসেন। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সমাজমাধ্যমে এই ভিডিওটি দেখে নানা জনে নানা মন্তব্য করেছেন। কেউ কেউ মনে করেছেন, ঘোড়াটি এত মানুষ, এত বাজনার শব্দে ভীত এবং উত্তেজিত হয়ে পড়েছিল। আবার কেউ মজা করে বলেছেন, ঘোড়াটির উপর হয়তো প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ‘ভর’ হয়েছিল।
মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ঘোড়ার এমন আচরণের সময় মাত্র কয়েক হাত দূরেই রাজা-রানির গাড়ি এগিয়ে যাচ্ছিলো। ওইসময় যদি ঘোড়া গিয়ে ধাক্কা মারতো, রাজা-রানীর গাড়িতে বড় কোনও সমস্যা হতে পারত। তবে এই ঘটনায় কারও চোট লাগেনি বলে প্রতিবেদনে বলা হয়।