হিরো আলমের ব্লু ব্যাজ কেড়ে নিলো ফেসবুক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১২, ২০২১, ০৫:১৩ পিএম

হিরো আলমের ব্লু ব্যাজ কেড়ে নিলো ফেসবুক

একের পর এক চমক দেখানো হিরো আলম এবার নিজেই চমকে গেলেন। ফেসবুক কর্তৃপক্ষ হিরো আলমের আইডির ব্লু ব্যাজ কেড়ে নিয়েছে। তবে ঠিক কি কারণে কেড়ে নেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি।

এ প্রসঙ্গে হিরো আলম সংবাদমাধ্যকে বলেন, “আমি বুঝতে পারছি না কেন এমন হলো। হতে পারে কেউ আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে। আমি নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না। আপনারা জানেন, আমার পেছনে কেউ না লাগলে আমি কারও পেছনে লাগি না।”

তিনি আরও জানান, “কেন ব্লু-ব্যাজ সরানো হলো সে বিষয়ে খোঁজ নিচ্ছি। প্রকৃত কারণ জেনে অবশ্যই আপনাদের জানাব। ব্লু-ব্যাজ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এর আগে, শুক্রবার (১০ ডিসেম্বর) ‘পালালো পালালো মুরাদ হাসান’ শিরোনামে একটি গান নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন হিরো আলম। তার ফেসবুক পেজেও গানটির ভিডিও ভেসে বেড়াতে দেখা যায়। ঘটনাক্রমে, সেদিন থেকেই তার পেজের ব্লু-ব্যাজ উধাও!

তবে এখনো পেজে নিজের সব কাজের আপডেট দিচ্ছেন হিরো আলম।

রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নতুন গান ‘মুরাদ হাসানের টেনশন’ আসবে আজ সন্ধ্যা ৭টায়। এই পোস্টের আগে একটি ভিডিওতে গানের রেকর্ডিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেন হিরো আলম। সেখানে তাকে গাইতে শোনা যায়, ‘পানি গরগরাইয়া পরতাছে, মুরাদ হাসান কানতেছে, ঢুকতে পারেনি কানাডা...।’

এর আগে গতকাল (১১ ডিসেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে ডা. মুরাদের বিষয়ে নতুন বার্তা দিয়েছেন হিরো আলম। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, যেসব এমপিরা ক্ষমতার দাপট দেখাচ্ছেন তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন। বহিষ্কার করলে তারা ঠিক হবে না।’

হিরো আলমের ভাষ্য, ‘আইন সবার জন্য সমান। সে মন্ত্রী হোক, এমপি হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। ডা. মুরাদ হাসান অতিরিক্ত বাড়ার কারণে তার পতন হয়েছে।’

Link copied!