৭৮ বছরের জীবনে এক নারীর তিনবার ব্যাংক ডাকাতি!

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১১, ২০২৩, ১২:৩৯ এএম

৭৮ বছরের জীবনে এক নারীর তিনবার ব্যাংক ডাকাতি!

এক নয়, দুই নয়, তিন তিনবারের মতো ব্যাংক ডাকাতির অভিযোগ উঠেছে এর নারীর বিরুদ্ধে। যার বয়স বর্তমানে ৭৮ বছর! যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এই নারী গত বুধবারেও ব্যাংক ডাকাতির চেষ্টা করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য প্রকাশিত হয়। 

বনি গুচ নামের ওই নারী একটি নোট ব্যাংকের টাকা গণনাকারীর কাছে জমা দেন। নোটটিতে লেখা ছিল, ‘আমি আপনাকে ভয় দেখাতে চাইনি।’ বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগ আনা হয়।  

অভিযোগে বলা হয়, বনি গুচ গত বুধবারে (৫ এপ্রিল) একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে চুরি করেছেন কিংবা চুরির চেষ্টা চালিয়েছেন। বিচারে বনি গুচকে কারাদণ্ড দেওয়া হয়। তবে ২৫ হাজার ডলার মুচলেকার বিনিময়ে তার মুক্তিরও আদেশ দেয়া হয়। 

অভিযোগনামায় লেখা হয়, ১৩ হাজার ডলার চেয়ে ব্যাংকের টাকা গণনাকারীর কাছে নোট জমা দেন বনি গুচ। সেখানে লেখা ছিল, ‘ধন্যবাদ। দুঃখিত আমি আপনাকে ভয় দেখাতে চাইনি।’ অভিযোগনামায় আরও বলা হয়, ওই নারী ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, টাকা গণনার দরকার নেই। যা আছে তাই যেন তাকে দিয়ে দেয়া হয়।

ব্যাংকের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, ওই নারী কাউন্টারে দাঁড়িয়ে বাদানুবাদ করছেন এবং দ্রুত তাঁকে টাকা দিয়ে দিতে বলছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বনি গুচ ব্যাংকে ধূসর পোশাক পরে এসেছিলেন। তাঁর হাতে ছিল প্লাস্টিকের দস্তানা এবং মুখে এন৯৫ মাস্ক ও কালো চশমা।

এর আগে, ১৯৭৭ সালে বনি গুচ প্রথমবারের মতো ব্যাংক ডাকাতির দায়ে অভিযুক্ত হন। সে সময় তাঁর বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার একটি ব্যাংকে ডাকাতি চালানোর অভিযোগ আনা হয়। এরপর দ্বিতীয়বার ব্যাংক ডাকাতির অভিযোগ উঠে ২০২২ সালে। সে সময় তিনি ক্যানসাসের একটি ব্যাংকে ডাকাতির চেষ্টা চালান। সেই মামলায় তিনি প্রায় বছর খানেক সাজা খাটেন। সাজার মেয়াদ শেষে ২০২১ সালের নভেম্বরে তাঁর সাজার মেয়াদ শেষ হয়। 

Link copied!