ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ
দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক হয়েছেন ছাত্রলীগের দুই নেতা। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ ও এভিয়েশন সিকিউরিটি।
আরও পড়ুন: নয়াদিল্লিতে পালিয়ে যেতে গিয়ে বিমানবন্দরে পলক আটক
এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। সবশেষ তিনি ইমিগ্রেশনের হেফাজতে আছেন। এ ছাড়া রিয়াজ ইমিগ্রেশন শেষ করে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিলেন। তাকে আটক করেছে এভিয়েশন পুলিশ।
এর আগে ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন শেখ হাসিনা সরকারের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।