ঢাকায় ইসরায়েলি বিমান অবতরণ উদ্বেগজনক উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, ‘আমি এখনও বিস্তারিত কিছু জানি না। তবে যতটুকু শুনতে পাচ্ছি তাতে এ ঘটনা খুবই রহস্যজনক ও উদ্বেগজনক বলে মনে করছি।’
আরও পড়ুন: ঢাকায় ইসরায়েলি বিমান অবতরণ, যা বলল বেবিচক
শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। একই দিন ইসরায়েলের ফ্লাইট ঢাকায় অবতরণের বিষয়ে কারণ দর্শিয়ে একটি বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি রয়েছে। বিমান চলাচল চুক্তি অনুযায়ী কার্গো ফ্লাইট দুটি ঢাকা এসেছিল। ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও ইউরোপের একটি গন্তব্যে গেছে। বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো বিমান চলাচল চুক্তি নেই ও ইসরায়েলের কোনো বিমান বাংলাদেশে অবতরণের কোনো ঘটনা ঘটেনি।’
এর আগে গত বৃহস্পতিবার ঈদের দিন সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে ঢাকায় একটি ইসরায়েলি বিমান অবতরণ করে।