জয় বাংলা স্লোগান দেয়া সেই সিভিল সার্জনকে দেয়া হলো অবসর

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২৪, ১১:৩৯ এএম

জয় বাংলা স্লোগান দেয়া সেই সিভিল সার্জনকে দেয়া হলো অবসর

সরকারি এক অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া বাগেরহাটের সাবেক সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। এর একদিন আগেই তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিলো।   

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের সই করা এক প্রজ্ঞাপনে জালাল উদ্দিনকে অবসরে পাঠানোর করা জানানো হয়। 
এর আগে রোববার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৪ অক্টোবর বাগেরহাটে এক টিকাদান কর্মসূচির অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ। 

বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন জেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। 

আরও পড়ুন: আওয়ামী লীগ সরকারের ‘ঘনিষ্ঠ’ তকমা পাওয়া তাপস গ্রেপ্তার

অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন বাগেরহাট জেলার সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Link copied!