রাতশেষে ভোর হলো ঠিকই, কিন্তু জেগে উঠলো না প্রজ্ঞান-বিক্রম

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১০:২৫ এএম

রাতশেষে ভোর হলো ঠিকই, কিন্তু জেগে উঠলো না প্রজ্ঞান-বিক্রম

আজও ইসরোর ডাকে সাড়া দেয়নি বিক্রম ও প্রজ্ঞান।

চাঁদেও রাত শেষে ভোর হয়। কিন্তু সব ভোরের আলো হয়ত প্রত্যাশার আলো ছড়িয়ে দেয় না। গতকাল শুক্রবার পৃথিবীর একমাত্র উপগ্রহে ভোর হবে। আর সেদিনই জেগে ওঠার কথা ছিল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। তাদের ঘুম থেকে জাগানোর চেষ্টা করেছে ইসরো। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আজও ইসরোর ডাকে সাড়া দেয়নি বিক্রম ও প্রজ্ঞান।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, চাঁদের মাটিতে ১৪ দিন কাজ করবে চন্দ্রযান। কিন্তু ১২ দিনের মাথাতেই ঘুমের দেশে চলে যায় বিক্রম-প্রজ্ঞান। আসলে সূর্যোদয়ের শূন্য ডিগ্রি কোণ থেকেই চাঁদে দিন শুরু হয়। কিন্তু চন্দ্রযানের পক্ষে অন্তত ৬ ডিগ্রি সূর্যালোক দরকার হয়। তাই আগেভাগেই প্রজ্ঞান কাজ করা বন্ধ করে দেয়।

কিন্তু এবার চান্দ্র রাত শেষ হয়ে শুরু হচ্ছে চান্দ্র দিন। তবুও তাদের ঘুম ভাঙানো গেল না।

ইসরো বলছে, চাঁদে বুধবারই সূর্যোদয় হয়েছে। তবে এ দুটি যান এখনো ঘুমিয়ে। গত ১৫ দিন ধরে শীতল আবহাওয়ায় যন্ত্রগুলো অকেজো হয়ে পড়েছে। তা কাটিয়ে ওঠার জন্য কিছুটা তাপের প্রয়োজন। কেননা সোলারের মাধ্যমেই এটি চলে। তবে এখনই সূর্য থেকে সেই তাপ মিলবে না।

সূর্যালোকে বিক্রম ও প্রজ্ঞানের ব্যাটারি রিচার্জ হবে। তার জন্যই অপেক্ষা করে আছেন ইসরোর বিজ্ঞানীরা। ব্যাটারি রিচার্জ শেষ হলেই আবার ল্যান্ডার এবং রোভারকে সক্রিয় করা যাবে।

গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান-৩। চাঁদের বুকে মহাকাশযান অবতরণে চতুর্থ দেশ হিসেবে নাম তুলে নেয়।

Link copied!