লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। এতে এযাবতকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে ভার্চুয়াল মুদ্রাটি। ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দাম এখন ৭১ হাজার ডলারের ওপরে।
এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৩০ হাজার ডলার দাম বেড়েছে ডিজিটাল মুদ্রাটির। এ উত্থান মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে আসা প্রচুর অর্থের কারণে হয়েছে বলে এক প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট।
ক্রিপ্টোকারেন্সির বাজার বিশ্লেষকেরা বিটকয়েনের আসন্ন ‘হাভিং’ বা অর্ধেক হয়ে যাওয়ার দিকেও ইঙ্গিত করেছেন। ডিজিটাল মুদ্রার ‘মাইনিং’ বা তৈরি অর্ধেকে নেমে আসার লাভ সম্ভবত আগামী মাসে দেখতে পাওয়া যাবে।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছে, ইটিএফ’র মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগের অনুমোদনের পর থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রিপ্টোকারেন্সির চাহিদা বাড়ছে। ধারণা করা হচ্ছে আমেরিকার ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাবে। ফলে বিনিয়োগকারীরা বিটকয়েনের দিকে ঝুঁকছেন। এসব কারণে বাড়ছে বিটকয়েনের দাম।
এর আগে গত ৫ মার্চ ডিজিটাল এ মুদ্রাটির দর ওঠে ৬৮ হাজার ৬০০ ডলারে, যা ছিল বিগত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। আর ২০২১ সালের নভেম্বরে বিটকয়েনের দাম সর্বোচ্চ ৬৮ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছিল।