হ্যাট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২৪, ১০:৫৯ এএম

হ্যাট্রিক  চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩ প্রতিযোগিতায় ‘বেস্ট স্টোরিটেলিং’ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম ভয়েজার্স’।  এই নিয়ে টানা তিন এবং মোট চারবার আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

বুধবার (২৪ জানুয়ারি) প্রতিযোগিতাটির বাংলাদেশ পর্বের আয়োজক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

‘টিম ভয়েজার্স’ দলের সদস্যরা হলেন মো খালিদ সাকিব, মো. আবদুল মালেক, মো. সাখাওয়াত হোসেন, মোসাম্মত ফাহমিদা আক্তার ও মো. আতিক। দলনেতা মো খালিদ সাকিব বলেন,  “ভার্চ্যুয়াল অংশগ্রহণ করা থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, এই যাত্রা এত সহজ ছিল না আমাদের জন্য। তবে এখন বিশ্ব দরবারে নিজেদের দেশের নাম তুলে ধরতে পেরে আমরা প্রত্যেকেই আজ অনেক গর্বিত, আলহামদুলিল্লাহ। এত বড় একটা অর্জনে আমাদের পাশে থাকার জন্য প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের আয়োজক বেসিসকে ধন্যবাদ।”

আন্তর্জাতিক হ্যাকাথন প্রতিযোগিতাটি এ বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ছে। যেখানে ১৫২টি দেশের ৮ হাজার ৭১৫টি দলে ৫৭ হাজার ৯৯৯ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের সংখ্যা অনুসারে এ বছর সবচেয়ে বৃহৎ প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। মোট ৩০টি বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সর্বমোট ৫ হাজার ৫৫৬টি প্রকল্প উপস্থাপিত হয়েছে।

‘বেস্ট স্টোরিটেলিং’ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দলটি প্রতিযোগিতায় ‘এভরিথিং স্টার্টস উইথ ওয়াটার’ প্রকল্প প্রদর্শন করে। প্রকল্পটিতে পৃথিবীর পানি প্রবাহের পথ প্রদর্শনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে পানির ভূমিকাও তুলে ধরে দলটি।

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘লুনার ভিআর প্রজেক্ট’ বেস্ট ইউজ অব ডাটা’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলীক’। ২০২১ সালে ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) সম্মিলিত দল ‘টিম মহাকাশ’। ২০২২ সালে ‍‍‘টিম ডায়মন্ডস‍‍’ সবচেয়ে অনুপ্রেরণামূলক বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

Link copied!