৫০ বছর পর চাঁদে অবতরণ করল মার্কিন মহাকাশযান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৯:৩৭ এএম

৫০ বছর পর চাঁদে অবতরণ করল মার্কিন মহাকাশযান

৫০ বছর পর আবারও চাঁদে অবতরণ করতে যাচ্ছে মার্কিন মহাকাশযান। তবে এবার যুক্তরাষ্ট্রের সরকারি মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান নয় বরং বেসরকারি মহাকাশ সংস্থার তৈরি মহাকাশযান চাঁদে নামতে যাচ্ছে।

এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চাঁদের মাটিতে ‘অডিসিয়াস’ নামক ল্যান্ডার অবতরণের চেষ্টা চালাবে হাউসটনভিত্তিক বেসরকারি সংস্থা ইনটুইটিভ মেশিন। অবতরণ সফল হলে ‘অডিসিয়াস’ হবে চাঁদের মাটিতে বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান।

ষড়ভুজ আকৃতির রোবট ‘অডিসিয়াস’ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসা।  ‘ইনটুইটিভ মেশিন’ ও নাসা যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ‘ইনটুইটিভ মেশিন’ হিউস্টনভিত্তিক একটি প্রতিষ্ঠান।

এর আগে গত মাসে একটি মার্কিন প্রতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো–১৭ মিশন পরিচালনা করে।

Link copied!