এবার আরবি ভাষার গানে হিরো আলম

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২১, ০৪:২৫ পিএম

এবার আরবি ভাষার গানে হিরো আলম

বিনোদন অঙ্গনে আলোচিত ব্যক্তি হিরো আলম। তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা চলতেই থাকে। তবে সে সব কিছুর পরোয়া না করে একের পর এক নতুন গান নিয়ে হাজির হন তিনি। বাংলা, ইংরেজি, হিন্দি এবং চাইনিজ ভাষার পর এবার আরবি ভাষায় গান গাইলেন তিনি।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) গানটির টিজার হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানের টিজারে দেখা গেছে বালির উপর দাঁড়িয়ে সাদা কাবলি পরে গান গেয়ে যাচ্ছেন তিনি। বলা যায় হিরো আলম তার নতুন গানে এরাবিয়ান লুক আনতে চেয়েছেন।

তার নতুন গানের প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘মাহে রমজান ও ঈদকে সামনে রেখেই গানটি করা। আশা করি গানটি সবার ভালো লাগবে। খুব শিগগিরই গানটি আমার ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।’ তবে গানের নাম এখন পর্যন্ত দেওয়া হয়নি। তার এই টিজার প্রকাশের পর থেকে সমালোচনা শুরু করে দিয়েছেন।

উল্লেখ্য, নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেনি। তিনি অংশ নিয়েছিলেন নির্বাচনেও। সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি থেমে নেই।

Link copied!