কালিকা প্রসাদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২২, ০১:৫৬ পিএম

কালিকা প্রসাদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

লোকসঙ্গীত গবেষক ও জনপ্রিয় কন্ঠশিল্পী কালিকা প্রসাদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালে ৭ মার্চ সড়ক দূর্ঘটনায় ৪৭ বছর বয়সে তিনি মারা যান। বর্ধমানের শিউড়িতে একটি লোকসঙ্গীতের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্য।

১৯৭১ সালে ১১ সেপ্টেম্বর আসামের শিলচরে জন্ম তার। কালিকা প্রসাদ ভট্টাচার্য জনপ্রিয় লোকসঙ্গীতের ব্যান্ড দল দোহারের কর্ণধার ছিলেন।  ১৯৯৯ সালে তৈরি করা দলটি পশ্চিমবঙ্গের লোকসঙ্গীতের অন্যতম গানের দল।

 

Link copied!