কোক স্টুডিও বাংলা সিজন-২ শুরু হচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ১২:১০ পিএম

কোক স্টুডিও বাংলা সিজন-২ শুরু হচ্ছে

‘কোক স্টুডিও বাংলা’ বাংলাদেশে যাত্রা শুরু করেই শোরগোল ফেলে দিয়েছিল। দীর্ঘ সময়ের অপেক্ষা ছিল শ্রোতাদের সেই অপেক্ষা পূরণে নতুন সংগীতায়োজনে জনপ্রিয় বাংলা গানগুলো প্রকাশ করা হয়। এবার আসছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। এ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় উন্মোচন করা হয় নতুন লোগো।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে লোগোটি আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অনেক অপেক্ষার পর আমরা আবার আসছি নতুন সিজন নিয়ে, নতুন গানের সাথে। রেডি তো কোক স্টুডিও বাংলা সিজন-২-এর জন্য?’

প্রথমবারের মতো এবারের সিজনেও থাকছে ১০টি গান। প্রথমবারের প্রায় সব শিল্পী এতে যুক্ত থাকছেন। চমক হিসেবে থাকছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান। এই তালিকায় আরও শোনা যাচ্ছে রকস্টার জেমসের নাম।

সম্প্রতি কোক স্টুডিও বাংলার অফিশিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। ফলে কোকাকোলার আন্তর্জাতিক সংগীতায়োজন ‘কোক স্টুডিও’র বাংলাদেশি সংস্করণ কোক স্টুডিও বাংলার সব গান স্পটিফাইয়ে শোনা যাবে।

গত বছরের ফেব্রুয়ারিতে ‘নাসেক নাসেক’ গান দিয়ে যাত্রা শুরু করে ‘কোক স্টুডিও বাংলা’। এরপর আট মাসে ১০টি গান দিয়ে শেষ হয় প্রথম সিজন। গান গেয়েছিলেন মমতাজ, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মিজান, অর্ণব, পান্থ কানাই, তাহসান, অনিমেষ, বগা তালেব, ঋতুরাজ, কানিজ খন্দকার, মধুবন্তী বাগচী, নিগার সুমি, মাশা ইসলাম, নন্দিতা প্রমুখ। পুরো সিজনের সংগীত প্রযোজনার দায়িত্বে ছিলেন শায়ান চৌধুরী অর্ণব, দ্বিতীয় সিজনেও থাকছেন তিনি। বাংলাদেশে কোক স্টুডিওর সার্বিক ব্যবস্থাপনায় আছে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গ্রে ঢাকা।

Link copied!