আগামী ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮ টায় স্লোগান কন্যা খ্যাত লাকী আক্তারের ইউটিউব চ্যানেল ‘Gaaner Lucky’ (গানের লাকী)- তে মুক্তির অপেক্ষায় মৌলিক গান ‘নয়া নয়া ফুল’। গানটি এই তরুন শিল্পীর দ্বিতীয় একক গান। তরুণ সঙ্গীতপরিচালক অভিজিৎ কুণ্ডু ও অভি চৌধুরি পার্থ যৌথভাবে সংগীত আয়োজন করেছেন। গানটির মিক্স-মাস্টারিংও সাউন্ড ডিজাইনে ছিলেন রেজওয়ান সাজ্জাদ। গানটির মিউজিক ভিডিওর ডিরেকশন ও সিনেমাটোগ্রাফিতে ছিলেন জাহিদুল ইসলাম সজীব।
২০১৮ সালেই সুর করা হয় গানটির
২০১৩ সালে শাহবাগ গণজাগরণ মঞ্চের বহুল আলোচিত স্লোগান কন্যা লাকী আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জড়িয়ে যান। বর্তমানে রাজনীতির পাশাপাশি উন্নয়ন সংস্থায় পরামর্শক হিসেবে কর্মরত আছেন। লাকী আক্তার দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, 'নয়ানয়া ফুল' গানটি আমি ২০১৮ সালের ১৭ মে লিখি এবং সুর করি। এটি একটি নিখাদ প্রেমের গান। ক্যাম্পাসে গানের আড্ডায়, বন্ধুদের সাথে ঘরোয়া আয়োজনে আমি বহুবার এই গানটি গেয়েছি। তখন থেকেই বন্ধু-শুভাকাঙ্খীরা আমাকে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার জন্য উৎসাহ যুগিয়ে আসছেন। বাংলা গানের শ্রোতাদের কাছে গানটি জনপ্রিয়তা পাবে বলে আমি এবং গানের সাথে যুক্ত কলাকুশলিদের দৃঢ় বিশ্বাস তিনি যুক্ত করেন।
করোনা পরিস্থিতিতে প্রকাশে বিলম্ব
তিনি আরও জানান, করোনাপরিস্থিতিতে নয়া নয়া ফুল-এর মিউজিক ভিডিও সম্পন্ন না হওয়ায় ইতোপূর্বে গান প্রকাশের তারিখ ঘোষণা করেও পিছিয়ে দিতে হয়। এই গানের ভিডিও ধারণের লোকেশন নির্বাচনেও একটি বড়সময় অতিবাহিত হয়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই গানটির ভিডিও ধারণ করা হয় চাঁপাই নবাবগঞ্জের টিকইল গ্রামে। এ গ্রামটি আলপনা গ্রাম নামেও পরিচিত। ২০২১সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহে গানটির শুটিং শেষ হয়।
শিল্পীর দেয়া তথ্য অনুযায়ী, গানটির পোস্টার নকশা করেছেন ইউডা চারুকলার শিক্ষার্থী সোহানা তাসনিমা এবং তরিক হাসনাত। স্কোর মিউজিক ল্যাব ও সারগাম স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। ২০১৮ সালে গানটি লেখা হলেও এই এর সঙ্গীত আয়োজন শেষ হয় ২০২১ সালের জুন মাসে। এর আগে ২০২১ এর ২৯ জুলাই পাভেল পার্থ’র কথায় ও লাকীর সুরে ‘গাছেদের কান্না’ শিরোনামে আরেকটি গান ইউটিউবে প্রকাশিত হয়।