ফের ঢাকা মাতাবেন অনুপম রায়

শোবিজ ডেস্ক

জুন ৩, ২০২৩, ০৭:১৮ পিএম

ফের ঢাকা মাতাবেন অনুপম রায়

পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায় দুই বাংলার শ্রোতাদের কাছেই দারুণ জনপ্রিয়। চলতি বছর ১০ মার্চ ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে গান গেয়ে গেছেন তিনি। এবার আবারও এই শিল্পী গান গাইতে ঢাকায় আসছেন। 

আগামী ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তাকে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক একটি কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন্স। 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম।

তিনি জানান, ইতিমধ্যেই অনুপম রায়ের সঙ্গে তারা কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এই কনসার্টে আরও থাকছে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই আর ঢাকার অর্ণব ও মেঘদল। 

আগামী দুই সপ্তাহের মধ্যে টিকিটের দাম চূড়ান্ত হবে। জুনের মাঝামাঝিতে শুরু হবে এর টিকিট বিক্রি।

Link copied!