গত বছর গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিয়ের সাত মাস যেতে না যেতেই এই গায়িকা জানালেন, তৃতীয় সংসারে ভালো নেই তিনি। তাই হুট করে এ বিয়ে না করাই তার জন্য ভালো ছিলো। একটি দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি নতুন সংসারের নানাবিধ প্রসঙ্গ খোলামেলা তুলে ধরেছেন।
ন্যান্সি বলেন, আমার দুই ভাই, ভাবী এবং রোদেলা বাদে দুপরিবারের কোনো সদস্যদের নতুন অতিথির আগমনের সংবাদে নেই কোনো উচ্ছ্বাস, উলটো রয়েছে বিদ্রূপ মেশানো হতাশা। সেই সাথে নতুন অতিথির আগমনের সংবাদে অর্থ বা সম্পদ বণ্টনে কে কী পাবে আর কী হারাবে সে সব নিয়ে রয়েছে চুলচেরা হিসেব! আমি নিজেও যেন ভাবতে বসলাম, আচমকাই গোলক ধাঁধায় পরে গেলাম। মনে হলো স্বস্তি খুঁজতে গিয়ে অশান্তিকে দাওয়াত দিয়ে নিয়ে এলাম। বিয়েটা না করলেই বরং প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম।
২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এ সংসার আলো করে জন্ম নেয় রোদেলা। সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন ন্যানসি। এ সংসারে জন্ম নেয় নায়লা। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যানসি-জায়েদ। বিচ্ছেদের কয়েক মাস পর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যানসি। এটি তার তৃতীয় বিয়ে।