মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৪, ২০২১, ০১:২৪ পিএম

মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল

বলিউডে খুশির খবর যেন থামছে না। একের পর এক পেয়ে চলেছে সুসংবাদ। এ বছরই মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান এবং আনুশকা শর্মা। সাথে সঙ্গীত শিল্পী হর্ষদীপ কৌর দুদিন আগেই পুত্র সন্তানের মা হয়েছেন। এবার মা হতে চলেছেন অন্যতম সেরা সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। সোশ্যাল মিডিয়াতে তার ছবি শেয়ার করে ভক্তদের জানিয়েছে তার খুশির সংবাদ। বুধবার সকালে টুইটারে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান গায়িকা।

ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে ২০১৫ সালে বিয়ে হয় শ্রেয়া ঘোষালের। বিয়ের ছয় বছরের মাথায় প্রথম সন্তানের জন্য প্রস্তুতি নিয়েছেন তারা। আনন্দের এই মুহূর্ত ভতদের সাথে শেয়ার করার সময় সোশ্যাল মিডিয়াতে শ্রেয়া লিখেছেন, 'বেবি শ্রেয়াদিত্য আসছে! শিলাদিত্য এবং আমি দারুণ খুশি এই খবরটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে। আপনাদের সবার ভালোবাসার আর আর্শীবাদ প্রয়োজন, আমরা আমাদের জীবনের নতুন একটা পর্ব শুরু করতে চলেছি'। 

তার এই আনন্দ শেয়ার করার জন্য বেবি বাম্পের সাথে ছবি পোস্ট করেছেন। একদৃষ্টিতে নিজের বেবি বাম্পের দিকে তাকিয়ে আছেন এবং দুই হাত দিয়ে আগলে রেখেছেন তিনি। তার মুখে ফুটে উঠেছে মাতৃত্বকালীন আভা।

Link copied!