তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ‘কুঁড়েঘর’ ব্যান্ডের তরুণ গায়ক তাসরিফ খান। ফেসবুকে তাঁর একটি স্ট্যাটাস থেকে জানা গেল ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন তিনি।
তাসরিফ খান লেখেন, হঠাৎ করেই আমি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছি। এই রোগে অনেক সময় মুখের এক পাশ বাঁকা হয়ে যায়। আমার মুখ এখনো বড় রকমের বাঁকা হয়নি তবে এখন যে অবস্থায় আছি এটা খুব নরমাল কোনো অবস্থা না।
এরপর গতকাল (৭ মার্চ) লাইভ ভিডিওতে এসে তাসরিফ খান জানান, কোনো ডাক্তারই বলেননি এটা শতভাগ ভালো হয়। এই অসুখ পুরোপুরি ভালো হয় যদি ঠিকমতো চিকিৎসা হয়। এটার ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। আমি ফিজিওথেরাপি নিতে শুরু করেছি এবং ওষুধ খাচ্ছি।
ভিডিওতে দেখা যায় তাঁর মুখের এক পাশ কিছুটা বাঁকা হয়ে গেছে।
তাসরিফ ভক্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ টেনশন করবেন না। আমি দেখেছি আমার পেজে অনেক সিনিয়র সিটিজেন, আঙ্কেল-আন্টিরা টেনশন করছেন। আপনারা দয়া করে টেনশন করবেন না। আপনারা দোয়া করবেন। আমার সব ঠিক আছে। এমন রোগ অনেকের হয়ে থাকে, আল্লাহ চাইলে আমি একমাসের মধ্যে সুস্থ হয়ে যাব।
তিনি জানান, ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত এক মাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে কবে আবার গান-বাজনায় ফিরতে পারব বলতে পারছি না।
উল্লেখ্য, গানের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজ করার মাধ্যমে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তরুণ গায়ক তাসরিফ খান। গত বছর সিলেটের বন্যাদুর্গত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে তাঁর করা লাইভ থেকে শত শত মানুষ সাহায্যে এগিয়ে আসে। সিলেটে গিয়ে বন্যাকবলিতদের পাশে দাঁড়ান তিনি। কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তরুণ এই গায়ক।