বাংলাদেশী সিনে জগতের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমার জন্য কন্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। এ নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশি সিনেমাতে কণ্ঠ দিলেন তিনি।
শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার একই শিরোনামের গানটিতে প্লেব্যাক করেছেন জুবিন।
‘অন্তরাত্মা’ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত করেছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
নতুন এই গান প্রসঙ্গে এক ভিডিও বার্তায় জুবিন বলেছেন, “বাংলাদেশের সিনেমার গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম।”
ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন কলকাতার তরুণ চিত্রনায়িকা দর্শনা বণিক। আরও অভিনয় করেন অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার প্রমুখ।