স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত সনু নিগম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০৪:৪৯ পিএম

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত সনু নিগম

স্ত্রী ও ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সনু নিগম নিজেই এমনটি জানিয়েছেন।

ওই পোস্টে সনু জানান, তিনি বর্তমানে পরিবারের সঙ্গে দুবাইয়ে আছেন। একটি শোয়ের শুটিংয়ে তার ভুবনেশ্বরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোয়ারেন্টিনে থাকার কারণে যেতে পারবেন না।

সনু নিগম আরও বলেন, “এটা খুবই দ্রুত ছড়াচ্ছে। আমার খারাপ লাগছে এটা ভেবে যে সবে কিছু কাজ আমরা শুরু করেছিলাম। ছবির জগতের সঙ্গে যাঁরা জড়িয়ে রয়েছেন, তাদের জন্যও খুব খারাপ লাগছে। কারণ, গত দুটো বছর ধরে চলছে এই করোনা পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমা হল। ফের সংক্রমণ বাড়ায় নানা জায়গায় সিনেমা হল বন্ধ হচ্ছে। তার পরও আশা করছি সবকিছু ফের একদিন ঠিক হয়ে যাবে।”

Link copied!