জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩তম আসরে বিজয়ী হয়েছেন অযোধ্যার ঋষি সিং। এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন কলকাতার দেবস্মিতা রায়। দীর্ঘ ৭ মাসের জার্নি শেষে গতকাল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
অনুভূতি ব্যক্ত করে ঋষি সিং বলেন, ‘ইন্ডিয়ান আইডলের ১৩তম ট্রফি আমি জিতেছি, যা এখনো বিশ্বাস করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে, এটি পরাবাস্তব। যখন বিজয়ী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়, তখন আমার স্বপ্ন সত্যি হয়ে ধরা দেওয়ার মুহূর্ত ছিল। এমন একটি জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ শোয়ের উত্তরাধিকার হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারাকে অনেক সম্মানের মনে করি। চ্যানেল কর্তৃপক্ষ, বিচারকগণ, দর্শক এবং টিমের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

চলতি সিজনের শুরু থেকেই ভারতীয় জনগণের পছন্দের প্রতিযোগী থেকেছেন ঋষি সিং। তাঁর ভক্ত স্বয়ং বিরাট কোহলি। বিরাট মাত্র ২৫৫ জনকে স্যোশালে ফলো করেন, আর ঋষি তাঁর মধ্যে অন্যতম।

ট্রফির পাশাপাশি ২৫ লাখ রুপি ও একটি নতুন গাড়ি পুরস্কার হিসেবে পেয়েছেন ঋষি সিং। প্রথম রানার-আপ দেবস্মিতা, দ্বিতীয় রানার-আপ চিরাগ কোতওয়াল আলাদা আলাদাভাবে পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ট্রফি ও ৫ লাখ রুপি। তৃতীয় ও চতুর্থ রানার-আপ বিদীপ্তা চক্রবর্তী এবং শিবম সিং প্রত্যেকে পেয়েছেন ৩ লাখ রুপি। তা ছাড়াও ছয়জন ফাইনালিস্ট প্রত্যেকে পেয়েছেন ১ লাখ রুপির পুরস্কার।

গত বছরের ১০ সেপ্টেম্বর প্রচার শুরু হয় ইন্ডিয়ান আইডলের ১৩তম আসরের। আদিত্য নারায়ণের সঞ্চালনায় এবার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হিমেশ রেশামিয়া, বিশাল দাদলানি এবং নেহা কাক্কার।