সেপ্টেম্বর ২২, ২০২১, ০৯:২৮ পিএম
দেশের প্রথম বেসরকারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ও সাবেক সংবাদ পাঠিকা ইভা রহমান ওরফে ইভা আরমান। নতুন স্বামীর নামের শেষের অংশ নিজের নামের সঙ্গে জুড়ে দিয়ে বর্তমানে ইভা আরমান নামে ডাকার জন্য সংবাদকর্মীদের প্রতি তিনি আহবান জানিয়েছেন।
চলতি বছরের ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গত ১৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত সার্টিফিকেট হাতে পান তিনি। তখনই নিজের নামের শেষে ‘রহমান’ পদবি মুছে ফেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন তার নামের সাথে রহমানের পরিবর্তে নতুন যোগ হয়েছে ‘আরমান’পদবি।
বিববাহবিচ্ছেদ সার্টিফিকেট হাতে পাওয়ার একদিন পরই তিনি সোহেল আরমান নামে ঢাকার এক ব্যবসায়ীকে বিয়ে করেন। বিয়ের পর গণমাধ্যমে অনুভূতি প্রকাশ করে ইভা আরমান বলেন, 'মাহফুজুর রহমানকে বিয়ে করে শুধু শূন্যতা পেয়েছি। নতুন স্বামীর কাছে গানের ব্যাপারে অনেক অনুপ্রেরণা পাচ্ছি।'
ইভা আরমান আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ট্রল করে আমাকে গানের পাখি বলেছেন। ট্রলের শিকার হওয়ার পর হতাশা কাজ করলেও আরও কিছু গান করার ইচ্ছা রয়েছে। তবে সব গান হবে সাবালিল।' এসময় সমালোচকদের গঠনমূলক ট্রল করার আহ্বান জানান ইভা আরমান।
ইভা এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে চাকরি করা অবস্থায় চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। মন দেয়া নেয়ার পর বিয়ের পিড়িঁতে বসে হয়ে যান ইভা রহমান।
সংবাদ পাঠিকার পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিতি ছিল ইভার। তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে ইভার।