বেশ কিছুদিন ধরেই নাটক পাড়া উত্তাল অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও আরশ খানের ইস্যুতে। নির্মাতা আদিফ হাসানের ‘শ্বশুর বাড়ির প্রথম দিন’ নাটকের শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শুরু হয় কাদা ছোড়াছুড়ি। নিজেদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।
তবে সহশিল্পী আরশ খান এবং ও নির্মাতা আদিব হাসানের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় শাস্তি পেয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ইতোমধ্যে অভিনয়শিল্পী সংঘের রায়ে আর্থিক জরিমানার পাশাপাশি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এ দিকে শাস্তি পাওয়ার পরই ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন চমক।
বুধবার (১৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে পরপর দুইটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে পরোক্ষভাবেই অভিনয়শিল্পী সংঘের রায়কে কটাক্ষ করেছেন এই অভিনেত্রী।
এক স্ট্যাটাসে চমক লেখেন, বাংলাদেশ একদমই একটি নারীবাদী দেশ। এখানে মেয়েরা সর্বস্থলে সবসময় নিরাপদে এবং নিশ্চিন্তে কাজ করতে পারে। কোথাও কারও কাছে কিংবা কোনও পরাশক্তি বা ষড়যন্ত্রের কাছে মাথা নত করতে হয় না। নিরাপদে নির্ভিক থাকুক প্রতিটি মেয়ে।
এর কিছু সময় পরেই অপর আরেকটি স্ট্যাটাসে কবিতার ভাষায় মনের ভাব প্রকাশ করেছেন চমক।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, দিন শেষে সব দোষ নন্দ ঘোষের। আনন্দবাবু তো তুলসীপাতা, তাও আবার ধোয়া, যায় না তাকে ছোঁয়া! নন্দ ঘোষের মুখে তালা, ভয়-ভীতিও আছে, পাছে সবাই করে ছি-ছি তারে, কেটে দেয় তার ডালপালা যদিও একটু বাড়ে! থাক, এবার না হয় বাঁচুক প্রাণ, কে নেবে, যদি রাখে ঈশ্বর মানীর মান! দুষ্ট লোক এবার দিলেও ফাঁকি, মনে রেখো, তার হিসেব রইলো শ’খানেক বাকি!
তবে এই স্ট্যাটাসে চমকের সঙ্গে অনেকেই একমত পোষণ করলেও, অধিকাংশই সমসাময়িক ঘটনাগুলো নিয়েই মন্তব্য করেছেন এই অভিনেত্রী। নেটিজেনরা মনে করছেন, সম্প্রতি চমকের বিরুদ্ধে দেওয়া রায় ও অভিযোগকে কেন্দ্র করেই স্ট্যাটাসটি দিয়েছেন চমক।