ডিরেক্টরস গিল্ড দেশের বড় আদালত নয় : চমক

শোবিজ ডেস্ক

আগস্ট ২৩, ২০২৩, ০১:৪৩ পিএম

ডিরেক্টরস গিল্ড দেশের বড় আদালত নয় :  চমক

সম্প্রতি শুটিং সেটে দুর্ব্যবহার ও সহশিল্পীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার দায়ে টিভি নাটকের অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে অভিনয় থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। 

নিষেধাজ্ঞার বিষয়ে সম্প্রতি ফেসবুক লাইভে আসেন চমক। দাবি করেন, তিনি নাটকে অভিনয় করে যাচ্ছেন। ফেসবুক লাইভে ভক্তদের উদ্দেশে চমক বলেন, ‘অভিনেত্রী চমককে নিষিদ্ধ করা হয়নি, আপনারা আজকের মধ্যে বিবৃতি পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরুন !’

তিনি আরো বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ সংঘের মতামত অনুযায়ী আমাকে নিষিদ্ধ করা হয়নি। আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে এখন সবাই কথা বলছে। কতিপয় লোকের ব্যক্তিগত আক্রোশের কারণে একজন অভিনেত্রীকে নিয়ে ছেলেখেলার মানে হয় না। অন্যায়কে কারোই প্রশ্রয় দেওয়া ঠিক নয়। 

চমক বলেন, ‘গত ৪ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে শুটিং স্পটে যে ঝামেলা তৈরি হয়েছিল তার জন্য অভিনয়শিল্পী সংঘের রায়ে আমি আর্থিক জরিমানা ও ক্ষমা চেয়েছি। সে ঘটনার সমাধান হয়ে গেছে। কিন্তু হঠাৎই কারও মতামত না নিয়ে ডিরেক্টরস গিল্ড ব্যক্তিগত আক্রোশে সম্মেলন করে। সেখানে আমাকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয়, যা অনুচিত। কারণ আমি ডিরেক্টরস গিল্ডের সদস্য নই, আমি অভিনয়শিল্পী সংঘের সদস্য। তাই ডিরেক্টরস গিল্ড আমাকে নিষিদ্ধ করতে পারে না।’

ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞার খবরে এর আগে এ অভিনেত্রী বলেছিলেন, ‘ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গেই আছে। ডিরেক্টরস গিল্ড দেশের বড় আদালত নয়। 

Link copied!