ময়ে ময়ে: সার্বিয়ার এই গান বাংলাদেশে ভাইরাল হলো যেভাবে

শোবিজ ডেস্ক

অক্টোবর ১১, ২০২৩, ০৭:০৮ পিএম

ময়ে ময়ে: সার্বিয়ার এই গান বাংলাদেশে ভাইরাল হলো যেভাবে

সম্প্রতি ‍‍`ময়ে ময়‍‍` নিয়ে মিম, ভিডিও দিয়ে ভরে গেছে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। যদিও আমাদের বেশিরভাগেরই ধারণা নেই যে ‍‍`ময়ে ময়ে‍‍` বলতে কী বোঝায়। আসলে এটি একটি সার্বিয়ান গান যা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে৷

ময়ে ময়ে গানটির একটি অংশ টিকটকে প্রথম ট্রেন্ড করা শুরু করে এবং সেইখান থেকেই মানুষ গানটি বিভিন্ন রিলস এবং ভিডিওতে ব্যবহার করে। খুব অল্প সময়ের মধ্যেই ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টসের মধ্যে এই সার্বিয়ান গানটি ভাইরাল বা জনপ্রিয় হয়ে উঠে।

জনপ্রিয় হওয়ার সাথে সাথে গানটি নিয়ে এখন তরুণ সমাজ মিম বানানো শুরু করে যা হয়ে উঠে ট্রেন্ডি এবং সবার বিনোদনের উৎস।

দ্য রিপোর্টের অনুসন্ধানে পাওয়া যায়, বাংলাদেশে টার্কিশ সিরিয়ালের এবং কে ড্রামার বড় ফ্যানবেজ আছে। সেই টার্কিশ সিরিয়াল ও কে ড্রামা গুলোর কিছু ছোট ছোট ক্লিপে এই ভাইরাল গানটি ব্যাকগ্রাউন্ডে দিয়ে ইউটিউব শর্টস ও ফেসবুক রিলসে আপ্লোড করা হয়।

তবে “ময়ে ময়ে”- এর উচ্চারণ আদতে হবে “ময়ে মোর”। মজাদার ছন্দ এবং ঘন ঘন পুনরাবৃত্তি "ময় ময়" সবার নজর কেড়েছে। যদিও কেউ কেউ এটি উপভোগ করে, অন্যরা তাদের মাথায় আটকে যাওয়ার জন্য গানটি নিয়ে মজা করে। কয়েকদিন ধরেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ট্রেন্ডিং বিষয় হয়ে উঠেছে।

শুধু তাই নয় এই গানটি ভাইরাল হওয়ার পর এর বাংলা এবং পাঞ্জাবি ভার্সনও রিলিজ হয়। “ময়ে ময়ে” নামে একটি বাংলা নাটকও রিলিজ হয় ইউটিউবে। মহিন খানের লেখা ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন নিলয় আলমগির এবং জান্নাতুল সুমাইয়া হিমি।

"জানুম" নামের এই গানটি ২ মিনিট ৫৪ সেকেন্ডের। ভাইরাল হওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন সার্বিয়ান গায়িকা-গীতিকার টেয়া ডোরা। গানটিতে তাকেও দেখা গেছে। গানটির কথা যৌথভাবে লিখেছেন টেয়া ডোরা এবং সার্বিয়ান র‍্যাপার স্লোবোদান ভেলকোভিক কোবি, আর গানটির সুর করেছেন লোকা জোভানোভিচ।

সার্বিয়ান ভাষায় ‍‍`মোর‍‍` শব্দের অর্থ ‍‍`দুঃস্বপ্ন‍‍`। গানের কথা ও সুর এক বিষণ্ণতা বহন করে। নিজের স্বপ্ন পূরণ না হওয়ার বেদনা এবং সেই যন্ত্রণা সত্ত্বেও একটি উন্নত জীবনের দিকে এগিয়ে যাওয়ার সংকল্প প্রকাশ করে।

গানটির কথায় প্রকাশ পায় বারংবার দুঃস্বপ্ন এবং এর ফলে বিষণ্নতা এবং বিচ্ছিন্নতার সাথে গানের শিল্পীর সংগ্রাম। এমনকি এর মাঝেও, সে চায় কেউ যেন তার পাশে দাঁড়ায়, তাঁকে যেন বুঝতে পারে এবং তাঁর পাশে দাঁড়ায়। 

Link copied!