রাজধানীর ব্যস্ততম এক কাঁচাবাজারে জনসমাগমের ভেতরই হঠাৎ দেখা মিলল ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমকে। একদল বাউলকে নিয়ে হাঁটতে হাঁটতে গাইছেন, ‘বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমিতো ভাই কিছুই বুঝি না`।
মিউজিক ভিডিওতে দেখা গেছে বাজারে ঢুকেই তেজপাতা দেখছেন মমতাজ । এরপর মাছ , সবজি ও মাংসের দোকানের সামনে বাউল হাতে নিয়ে গানে মেতেছেন এই শিল্পী । আর মমতাজের গানের তালে বাজারের ক্রেতা বিক্রেতারাও মেতে উঠেছেন আনন্দে। ঈদ উপলক্ষে বুধবার টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে । গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন কৌশিক হোসেন তাপস।
জানা গেছে , অল্প সময় নিয়ে মজা করে একটি কাঁচাবাজারে গানটির শুটিং করেছেন মমতাজ । ঈদ-বৈশাখের উৎসবে দর্শকের আনন্দে নতুন মাত্রা যোগ করতেই নির্মিত হয়েছে এই গানটি।
কিংবদন্তি ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু, জেমস, হাসানসহ অসংখ্য গুণী শিল্পীর অগণিত জনপ্রিয় মিউজিক ভিডিওর নির্মাতা তাপস ১৬ বছর পর নির্মাণে ফিরলেন নিজের এ গানটির মধ্য দিয়ে। প্রকাশের পরপরই ইতিমধ্যে শ্রোতাদের কানে ঝড় তুলেছে গানটি।