প্রথমবার ভোট নিয়ে গান গাইলেন পপ সেনসেশন মিলা!

শোবিজ ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৪, ০২:১২ পিএম

প্রথমবার ভোট নিয়ে গান গাইলেন পপ সেনসেশন মিলা!

আর মাত্র দুইদিন পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মাধ্যমে গঠিত হবে আগামী পাঁচ বছরের সরকার। জাতীয় নির্বাচন উপলক্ষে দেশজুড়ে বিরাজ করছে ভোটের আমেজ। আর এর মধ্যেই নতুন গান নিয়ে ফিরলেন দেশের একসময়ের পপ সেনসেশন মিলা।

মিলার গানটিও ভোট নিয়েই। যেটার শিরোনাম ‘গো ভোট’। তরুণ প্রজন্মকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতেই গানটি করা হয়েছে। অটামনাল মুনের কথা ও সুরে এ গানের সংগীতায়োজন করেছেন আদিব কবির। ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে ‘ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম-ক্যাপ’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

‘তোমার কথা বলুক আজ তোমার ঠোঁট/ গো গো গো ভোট/’-এমন কথার গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। চিত্রায়ণ করা হয়েছে উত্তরার মেট্রোরেল স্টেশনের পাশেই। ভিডিওতে পারফর্ম করেছেন মিলা ও তার সতীর্থরা।

গানটি নিয়ে মিলা বলেন, “মূলত ‘ক্যাপ’র মুবিন ভাইয়ের উৎসাহে গানটির সঙ্গে আমি যুক্ত হয়েছি। আর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে সর্বক্ষণ পাশে ছিলেন জুয়েল মোর্শেদ ভাই। দেশের প্রতি নিজের একটা দায়িত্ববোধ থেকেই গানটি গেয়েছি। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

https://youtu.be/VJbydFUfPKM

 

Link copied!