লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের জাতীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৪:৪৩ পিএম

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের জাতীয় শোক

উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর আর নইে। ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উপমহাদেশে বিপুল জনপ্রিয় এ সুরসম্রাজ্ঞীর বয়স হয়েছিলো ৯২ বছর।

গত জানুয়ারির শুরুতে করোনা পজেটিভ হলে তাকে ব্রচি ক্যান্ডি হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে নানা সময়ে তার শারীরিক অবস্থার উন্নতি-অবনতির খবর আসে। শনিবার আবার তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

লতা মঙ্গেশকরের জন্ম ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। সব মিলিয়ে ৩০ হাজার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশী ভাষায় গান গাওয়ার একমাত্র রেকড তার। বাংলাদেশের ‘রক্তাক্ত বাংলা’ ছবিতেও গান করেছেন লতা মঙ্গেশকর। ১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেন। তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সবচে বড় সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়। ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সবোচ্চ সম্মাননায় ভূষিত করে।

৩ বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ জীবনে অসংখ্য পুরস্কার পাওয়া গুনী এ শিল্পীর মৃত্যুতে গোটা উপমহাদেশের সংস্কৃতি অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। গুনী এ শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। 

Link copied!