৬৯তম ‘মিস ইউনিভার্স’-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন আগামী ১৬ মে থেকে যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে। সেখান থেকে বাদ পড়েছেন তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্স আয়োজনে বাংলাদেশ অংশের পরিচালক জানিয়েছেন লকডাউন এবং ফ্লাইট বন্ধের কারণে বাদ দেওয়া হয়েছে মিথিলাকে। কিন্তু বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে, বয়স লুকানো এবং সামজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচিক প্রভাব তৈরি করাতে ‘মিস ইউনিভার্স’-র কতৃপক্ষ বাদ দিয়েছেন মিথিলাকে।
গতকাল মঙ্গলবার বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স আয়োজনে বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলাম। তিনি বলেন, ‘লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে জটিলতা তৈরি হয়েছে। এ কারণে এবার মূল আয়োজনে অংশ নিতে পারছি না। সেটা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। যাওয়ার আগে আমাদের বেশ কিছু প্রস্তুতিও নিতে হতো, সেগুলো এই লকডাউনের ভেতরে নেওয়া সম্ভব হচ্ছে না। এটাও অন্যতম কারণ।’
এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘মিস ইউনিভার্স ২০২০’ অংশ নিতে না পারার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হলো- আমার ভ্যাকসিন নেওয়া হয়নি। দ্বিতীয়ত, আমরা ভিসার জন্য যে আবেদন করেছিলাম, লকডাউনের কারণে সে তারিখ বাতিল হয়েছে। প্রি-প্রোডাকশন ভিডিও তৈরি হয়নি। এমনকি ন্যাশনাল কস্টিউমও তৈরি হয়নি।
তবে মিথিলার বিরুদ্ধে বয়স লুকানো ও পুরুষ হয়রানি যে অভিযোগ এসেছে- সেগুলো মিস ইউনিভার্সের তালিকা থেকে বাদ পড়ার কারণ নয় বলেও দাবি করেন তিনি।