কোক স্টুডিও বাংলার উদ্বোধনেই মঞ্চ মাতালেন চার তরুন

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৯, ২০২২, ০১:০৯ এএম

কোক স্টুডিও বাংলার উদ্বোধনেই মঞ্চ মাতালেন চার তরুন

বিশ্বব্যাপী জনপ্রিয় মিউজিক্যাল ফ্র্যাঞ্চাইজি কোক স্টুডিও বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতালেন চার তরুন শিল্পী। উদ্বোধনী পর্বের লাইভ পরিবাশনায় অংশগ্রহণ করেন  চার তরুণ শিল্পী অনিমেষ রায়, মাশা ইসলাম, বগা তালেব এবং রুবায়াত রেহমান।

সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণবের প্রযোজনায় কোক স্টুডিও বাংলার পর্দা নামলো বাংলাদেশে। কোকা-কোলা বাংলাদেশের অর্থায়নে ও গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ এর সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর ব্লু ওয়াটার গার্ডেনে কোকা কোলা স্টুডিও বাংলা আত্মপ্রকাশ করে। বাংলাদেশে কোক স্টুডিও বাংলার পর্দা নামার সাথে সাথেই অন্তর্জালে সংগীত পিপাসুদের অভিনন্দন বার্তার বন্যা বয়ে যাচ্ছে।

অর্ণবের গাওয়া 'কে বোঝে মাওলার আলেকবাজি' গানের মাধ্যমে অনুষ্ঠানের লাইভ পরিবেশনা শুরু হয়। তারপরই একে একে চার তরুণ তাদের পরিবেশনা নিয়ে মঞ্চে উঠেন।

মঞ্চে ওদের পারফরমেন্স

https://www.facebook.com/thereportdotlive/videos/246288371025721

এ জমকালো আয়োজনে পারফর্ম করেন শান্তিনিকেতনের ছাত্র তরুণ ফোক শিল্পী বগা তালেব। বগা তালেব দীর্ঘদিন ধরে স্বরব্যাঞ্জো ব্যান্ডের ভোকাল হিসেবে গান করে যাচ্ছেন। নিজের সুমধুর কন্ঠ আর গায়কীতে ইতোমধ্যেই বগা তালেব নিজের জায়গা করে নিয়েছেন দুই বাংলার সংগীতপ্রেমী মানুষের হৃদয়ে। বগা তালেব ফকির লালল সাঁইজির 'ও যার আপন খবর আপনার হয় না' গানটি পরিবেশন করেন অনুষ্ঠানে।

তরুণ কন্ঠশিল্পী মাশা ইসলাম রবীন্দ্রনাথের 'তোমার খোলা হাওয়া' গানটি গেয়ে শোনান উপস্থিত শ্রোতাদের। মাশা সামাজিক যোগাযোগ মধ্যমে নিজের কন্ঠের মুগ্ধতায় মাতাচ্ছেন তরুন প্রজন্মকে। নির্মাতা রায়হান রাফির প্রযোজিত 'টান' সিনেমায় শিল্পী এবং সংগীত পরিচালক জাহিদ নিরবের কম্পোজিশনে 'জীবন দিলাম' গানটিতে কণ্ঠ দিয়েছে মাশা ইসলাম। বাংলাদেশে ওটিটি প্লাটফর্ম চরকিতে সিনেমাটি প্রকাশের পরপরই দর্শক আপন করে নেয় মাশার গায়কী।

অনিমেষ রায় যার কন্ঠের যাদুতে বুঁদ হয়ে আছেন নেট দুনিয়ার বাঙালিরা। কোক স্টুডিওর আত্মপ্রকাশ অনুষ্ঠানে অনিমেষ গাইলেন হাজং ভাষার গান 'চিংড়িরে চিংড়িরে'। পিযুষ হাজংয়ের লেখা চিংড়িরে চিংড়িরে গানটি অনিমেষ নিজেই সুর করেছেন।সোশাল মিডিয়ায় অনিমেষের গাওয়া বড় লোকের বিটি গানটি শোনেননি এমন মানুষ পাওয়া কঠিন। এছাড়া তিনি আইপিডিসিতেও সম্প্রতি একটি গান গেয়ে জনপ্রিয়তা কুড়িয়েছেন। 

তারপরেই মঞ্চে আসেন তরুণ প্রজন্মের আরেক শিল্পী রুবায়াত রেহমান। রুবায়াত এই আয়োজনে পরিবেশন করে কাজী নজরুলের 'রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম'। 'দ্য রেহমান ডুয়ো' (The Rehman Duo) শিরোনামে একটি সোশাল মিডিয়া প্লাটফর্মে রুশলানের গাওয়া বেশ কয়েকটি গান স্রোতাদের ভালবাসায় সিক্ত হয়েছে।

Link copied!