সঙ্গীত শিল্পী মিলা স্থায়ী জামিন পেয়েছেন। তার সাবেক স্বামী পারভেজ তার বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগ নিয়ে মামলা করেন। সেই মামলার জন্য অনেক ঝামেলার মুখোমুখি হতে হয়েছে তাকে।
তিনি বলেন অনেক ধরনের হুমকি–ধামকি এরই মধ্যে পেলেও সাবেক স্বামীর বিরুদ্ধে দায়ের করা নির্যাতন ও যৌতুকের মামলা তিনি কোনো অবস্থায় প্রত্যাহার করবেন না। আইনিভাবে শেষ পর্যন্ত লড়ে যাবেন। মিলা আরও বলেন, আমি আমার জায়গায় অনড় আছি। সত্যিটা নিয়েই আমি মামলা করেছি। এখন আর আমি সরে যাবো না।
জামিন পেয়েও খুশি হতে পারছেন না বলে জানালেন মিলা। তিনি বললেন, ‘আমার জামিন পাওয়াটা বড় কথা না। কারণ, আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এখন পর্যন্ত এই মিথ্যা মামলা নিয়ে আমাকে সবার কাছে জবাবদিহি করতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না। সবাই যেন আমার নামটা বেচে খাচ্ছে। প্রশ্নটা হচ্ছে, আপনাদের লাভ কি আমাকে এভাবে অসম্মান করে? আমার মতো একজন আর্টিস্টের জন্যও যদি সবার একটু দয়ামায়া থাকে, তাহলে প্লিজ আমাকে উদ্ধার করেন।’
আদালতে বসা অবস্থায় তিনি তার সাবেক স্বামী পারভেজ সানজারির কাছ থেকে হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন মিলা। মিলা আরও বলেছেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি যখনই উঠে দাঁড়াতে চেয়েছি, তখনই মামলা হয়েছে। আমাকে নিয়ে এভাবে খেলার তো কোনো মানে নেই। আমাকে নিয়ে কেন এভাবে গেম হচ্ছে। এখন থেকে আমি আর কাউকে আমাকে নিয়ে খেলতে দেব না।’