দেশের ছোটপর্দা কাঁপাচ্ছে বিশ্বকাপ নিয়ে নির্মিত যেসব নাটক

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২২, ০২:৩৫ এএম

দেশের ছোটপর্দা কাঁপাচ্ছে বিশ্বকাপ নিয়ে নির্মিত যেসব নাটক

চার বছর পর আসে ফিফা বিশ্বকাপের মতো বিরাট আসর। তাই উন্মাদনাও হয় বেশি। সেই উন্মাদনার ঢেউ শুধু সবুজ মাঠেই সীমাবদ্ধ থাকে না। রাজনীতির মঞ্চ থেকে শুরু করে চায়ের কাপেও তোলে ঝড়। কাতার বিশ্বকাপও প্রভাব ফেলেছে দেশের টিভি নাটকে। ফুটবল বিশ্বকাপ ঘিরে টিভি নাটকগুলোর গল্প লেখা হচ্ছে পছন্দের দলগুলোকে নিয়ে। এরমধ্যে বিপুল সাড়া ফেলেছে নাটকগুলো। ছোট পর্দায় নির্মিত মজার এসব নাটক দেখছেন ফুটবলপ্রেমীরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে আলোচনা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি বিশ্বকাপ ফুটবল ঘিরে কী কী নাটক তৈরি হয়েছে এ দেশে।

ব্যাচেলরস ফুটবল

কাজল আরেফিন অমি সবসময় বিশেষ ইভেন্টগুলোকে লক্ষ্য রেখে কাজ করেন। এর আগেও তিনি ব্যাচেলরস পয়েন্ট নাটকের চরিত্রগুলোকে নিয়ে ব্যাচেলরস ঈদ এবং ব্যাচেলরস কোরবানি নিয়ে দর্শকদের সামনে এসেছিলেন যা তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। তাই এইবার বিশ্বকাপ উপলক্ষ্যে তিনি নিয়ে এসেছেন ব্যাচেলরস ফুটবল। মূলতঃ ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সদস্যরা এতে অভিনয় করেছেন। এই টেলিফিল্মে মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শিমুল, শরাফ আহমেদ জীবন, মুসাফির বাচ্চু, পাভেলসহ আরো অনেক তারকা অভিনয় করেছেন।

1669043349_17

ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ

আর্জেন্টিনা ও ব্রাজিল সাপোর্টারদের মজার সব ঘটনা নিয়ে নির্মাতা মুহাম্মদ মিফতাহ্ আনান তৈরি করেছেন নাটক ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। এই নাটকে আর্জেন্টিনার ‘ডাই হার্ড ফ্যান’ হিসেবে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর ব্রাজিলের সাপোর্টার হয়েছেন ফারহান আহমেদ জোভান।

পুরান ঢাকার এই দুই বন্ধু তৌসিফ আর জোভান। একজন আর্জেন্টিনা আরেক জন ব্রাজিল সাপোর্টার। বিশ্বকাপ চলাকালীন নিজেদের পছন্দের দলের সমর্থনে তাঁরা বিভিন্ন মজার সব ঘটনা ঘটান। যা প্রতিবার বিশ্বকাপ এলে প্রত্যেকের মহল্লায় হয়ে থাকে।

তৌসিফ- জোভান ছাড়াও এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানজানা সরকার রিয়া, হারুন অর রশিদ, সিয়াম, আনোয়ার, সানী।

WhatsApp Image 2022-11-30 at 8.32.40 PM

মহল্লার ওয়ার্ল্ড কাপ 

নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হাসান। বিশ্বকাপ ফুটবলের নানা হাস্য রসাত্মক ও উন্মাদনা নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। অভিনয় করেছেন আরশ খান, মাহিমাসহ আরও অনেকে। লেজার ভিশনের এই নাটকটি তাঁদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।

ব্রাজিল বনাম আর্জেন্টিনা রিলোডেড

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে মাবরুর রশিদ বান্নাহ নির্মাণ করছেন ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা রিলোডেড’। এতে অভিনয় করেছেন যাহের আলভী, আরশ খান, ফারুক আহমেদ, কচি খন্দকার প্রমুখ। ইউটিউব চ্যানেল ‘গোল্লাছুট’-এ দেখা যাবে ধারাবাহিকটি।

Brazil vs Argentina

জার্সি

নাটকটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনিও ফুটবল নিয়ে নির্মাণ করেছেন নাটক ‘জার্সি’। এখানে প্রধান দুই চরিত্রে আছেন ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব। ফুটবল দলের জার্সি নিয়ে দুই বন্ধুর কর্মকাণ্ড নিয়েই এগিয়ে যায় নাটকটির গল্প।

ছবিগুলো সংগৃহীত

Link copied!