ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। অনেকে তাকে ‘সুরের দেবী’ও বলে থাকেন। হিন্দি বাংলা দুই গানেই পারদর্শী তিনি। তার সুরেলা কণ্ঠ মন জয় করে নিয়েছে হাজারও ভক্তদের। নতুন বছরের প্রথম গান প্রকাশের জন্য প্রস্তুত তিনি। তার নতুন গানের শিরোনাম ‘উফ’।
গানটি ১৪ জানুয়ারি ইন্ডি মিউজিক লেবেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন হেলি দারুওয়ালা এবং মহসিন খান।
গানটি নিয়ে বলিউড হাঙ্গামাকে শ্রেয়া বলেন, ‘উফ’ একটি গানের চেয়েও বেশি, এটি একটি দারুণ অভিজ্ঞতা দিয়েছে। আশা করছি শ্রোতারা উপভোগ করবেন, দর্শকও প্রশান্তি পাবেন গানটি দেখে।’
জানা গেছে ‘উফ’ একটি হৃদয়বিদারক গান। হেলি এবং মহসিন দুজনই ভালো অভিনয় করেছেন। তাদের আবেগ ভালোবাসা ফুঁটে উঠেছে এ গানে।
ইন্ডি মিউজিক লেবেলের নওশাদ খান বলেন, ‘আমরা শ্রেয়া ঘোষালের সাথে দ্বিতীয়বারের মতো কাজ করছি। ‘উফ’ একটি দুর্দান্ত অভিজ্ঞতা বয়ে আনবে। গানটি আবেগ দিয়ে গেয়েছেন শ্রেয়া। তার ভক্তদের ভালো লাগবে গানটি।’