নৃত্যশিল্পীদের জীবন নিয়ে নির্মিত নাটক ‘হাই হিল ড্যান্স’

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৩, ০২:৫৮ পিএম

নৃত্যশিল্পীদের জীবন নিয়ে নির্মিত নাটক ‘হাই হিল ড্যান্স’

নৃত্যশিল্পীদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত হলো বিশেষ নাটক ‘হাই হিল ড্যান্স’। রুদ্রনীল আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মালিহা মোস্তফা সূচনা। তিনি অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভ এর ডিজিটাল বিভাগের সাবেক প্রধান।

এতে অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, মাটি সিদ্দিকী, অভিরূপ রায়, সাজিদ উচ্ছাস, মোহসীন সাহ, আশফাকুর রহমান আবির। সানবক্স প্রোডাকশন হাউজ থেকে নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটির প্রযোজক ছিলেন এম এম রুহুল আমিন।

নাটকের বিষয়বস্তু সম্পর্কে পরিচালক মালিহা মোস্তফা সূচনা  বলেন, ‘শিল্পীদের জীবন খুবই কঠিন। আর্থিক, সমাজিক বিভিন্ন টানাপোড়েন থাকে। নৃত্যশিল্পীরাও এর ব্যতিক্রম নয়। একজন শিল্পীর  যথাযথ সম্মান নিশ্চিত করে বেচে থাকা আসলে বেশ কঠিন। বাস্তবতা শিল্পীকে অনেককিছু করতেই বাধ্য করে।  ঘরে-বাইরে নানারকম প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যেতে হয় নিয়মিত। এই বিষয়টি নাটকে তুলে ধরার চেষ্টা করেছি।’

কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘এটি আমার প্রথম নাটক। নাটকটি নিয়ে আরও অনেক পরিকল্পনা ছিল। কিন্তু নাটকের ক্ষেত্রে সময় স্বল্পতা থাকে। ফলে পরিকল্পনা অনুযায়ী বিস্তৃত করা যায়নি। যদিও কাজটি  ভীষণ চ্যালেঞ্জিং ছিল তবে আমি উপভোগ করেছি। টিমের সবাই কাজে অনেক সহযোগিতা করেছে।’

‘হাই হিল ড্যান্স’ নাটকটি ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক মালিহা মোস্তফা সূচনা।

Link copied!