বাবার ‘নিয়ন্ত্রণ’ থেকে মুক্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স!

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২১, ০৪:০৬ পিএম

বাবার ‘নিয়ন্ত্রণ’ থেকে মুক্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স!

বাবার অভিভাবকত্ব থেকে মুক্তি পেয়েছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। শুক্রবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের একটি আদালত এবিষয়ে একটি রায় দিয়েছেন। এই রায়ের মাধ্যমে পিতার নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাচ্ছেন এই পপ তারকা।

গত ১৩ বছর ধরে ব্রিটনি তার পিতা জেমি স্পিয়ার্সের অভিভাবকত্বের অধীনে ছিলেন। আদালতের এই রায়ের মাধ্যমে ১৩ বছরে নিয়ন্ত্রিত জীবনের অবসান হচ্ছে তার।

আদালতের রায়ের পর, দিনটিকে জীবনের সেরা দিন বলে উল্লেখ করে ইন্সটাগ্রামে ব্রিটনি স্পিয়ার্স তার সাড়ে তিন কোটি অনুসারীকে বলেছেন, আনন্দে আমার কান্না আসছে।

এদিকে, আদালতে শুনানির সময় লস এঞ্জেলসের আদালতের সামনে সমবেত হয়েছিলেন তার বিপুল সংখ্যক সমর্থক, ভক্ত।

তিারকা খ্যাতি পাওয়ার পরে মদে আসক্তিসহ নানা অনিয়মে জড়িয়ে গিয়েছিলেন ব্রিটনি। ফলে আদালত তাকে তার পিতা জেমস স্পিয়ার্সের অভিভাবকত্বে ছেড়ে দিয়েছিল। এসময় আদালত ব্রিটনির আর্থিক বিষয় দেখাশোনার জন্য তার অভিভাবককে ক্ষমতা দিয়েছিল।

একইসঙ্গে তার ব্যক্তিগত জীবনে ক্যারিয়ার বিষয়ক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও দেয়া হয়েছিল। এমনকি ব্রিটনি টিনেজ ছেলেদের সঙ্গে সাক্ষাত করতে পারবেন কিনা এবং তিনি আবার বিয়ে করতে পারবেন কিনা সে বিষয়ের কর্তৃত্বও দেয়া হয়েছিল অভিভাবককে।

রায়ের পরে আদালতের এমন সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন জেমি। তবে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নেয়ার আগে আরেকবার ভাবা উচিত ছিল ব্রিটনির- এ মন্তব্যও করেছেন তিনি।

উল্লেখ্য, ৩৯ বছর বয়সী ব্রিটনিকে ২০০৮ সালে তার পিতার অভিভাবকত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত। এর বিরুদ্ধে ব্রিটনির পক্ষে আইনী লড়াই করেন ম্যাথিউ রোজেনগার্ট। তিনি আদালতের পুরো শুনানিকালে ব্রিটনির সাহসের প্রশংসা করেছেন। তিনি গর্ব করে বলেছেন, আদালতের এই নির্দেশের ফলে অভিভাবকত্ব থেকে মুক্তি পেয়ে ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এক নতুন আলোর রেখা ছড়িয়ে পড়েছে।

Link copied!