ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী কে কে আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১, ২০২২, ০৬:৪২ এএম

ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী কে কে আর নেই

ভারতীয় সংগীত শিল্পী কেকে (৫৩) আর নেই। মঙ্গলবার (৩১ মে) কলকাতায় গুরুদাস কলেজের নজরুল মঞ্চে এক কনসার্ট চলাকালে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

দিল্লিতে জন্ম নেওয়া কৃষ্ণকুমার কুন্নাথ (কে কে হিসেবেই সমধিক পরিচিত) তাঁর ক্যারিয়ারের প্রথম অ্যালবাম বের করেন ১৯৯৯ সালে। এই মেলোডি কিংয়ের অসংখ্য বিখ্যাত গান রয়েছে। 

কে কে হিন্দি, তেলুগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, গুজরাতি ও তামিল চলচ্চিত্রেও অসংখ্য গান গেয়েছেন। তিনি তাঁর স্পষ্ট ও শ্রুতিমধুর কণ্ঠ, কণ্ঠের বৈচিত্রতা এবং স্বরগ্রাম অনুযায়ী গায়কীর জন্য প্রসিদ্ধ। তাঁকে ভারতের অন্যতম বৈচিত্রপূর্ণ সঙ্গীতশিল্পী হিসেবে গণ্য করা হয়। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়নসহ একাধিক পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং দুটি স্ক্রিন পুরস্কার অর্জন করেছেন।

তাঁর আকস্মিক এই মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ইন্ড্রাস্টিতে। খবর পেয়েই কলকাতার সেই হাসপাতালে পৌঁছেছেন সঙ্গীতশিল্পী ও প্রয়াত শিল্পীর বন্ধু জিৎ গঙ্গোপাধ্যায়। দৃশ্যত শোকে ভেঙে পড়েন তিনি।

জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, '২৭ বছরের বন্ধু আমার। কে কে আমার প্রথম ছবি থেকেই গান গেয়েছেন। আমি বিশ্বাস করতে পারছি না। আমার খুব কাছের বন্ধু।' কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন জিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বারবার বলতে থাকেন, 'আমার খুব কাছের বন্ধু।'

ভারতীয় পুরুষ কণ্ঠশিল্পীদের মধ্যে একমাত্র কে কে‘ই উচ্চ স্কেলে গাইতে পারেন। তাঁর বিখ্যাত গানগুলোর মধ্যে হাম দিল দে চুকে সনম-এর তাড়াপ তাড়াপ, বজরঙ্গি ভাইজানের তু জো মিলা, বাঁচনা অ্যা হাসিনো’তে খুদা জানে, ওম শান্তি ওম-এর আঁখো মে তেরি, তুম মিলে’তে দিল ইবাদাতসহ বহু গান তাঁর শ্রোতিপ্রিয়তা পেয়েছে। 

Link copied!