আধুনিক ভাষার সঙ্গে সিলেটের আঞ্চলিক ভাষার মিশেলে ব্যতিক্রমী এক ধারা নিয়ে এসেছেন কণ্ঠশিল্পী আশরাফুল পাভেল। তার প্রতিটি গানেই থাকে ভাষার এই ফিউশন।
২০২০ সালে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পায় তার তিনটি গান। গানগুলো হলো, ‘দূরে যাইও না’, ‘যাইমু লং ড্রাইভো’ এবং ‘এত লজ্জা কেন’। এরপর ২০২১ সালের মাঝামাঝি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘সিলেটিয়া রঙিলা দামান’। সবকটি গানই শ্রোতাপ্রিয়তা পায়।
এরই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবসে প্রকাশ পেলো ‘আমার চেহারা কালা’। ১২ ফেব্রুয়ারি ‘আশরাফুল পাভেল’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।
‘আমার চেহারাটা কালা/ তোমার লাগে না তো বালা/ আমি কিতা করতাম গো চাই/ আমারে আল্লায় বানাইছে নলা’- এমন কথার গানটি লিখেছেন পল্লব ভাই। সুর ও সংগীতায়োজন করেছেন আশরাফুল পাভেল নিজেই।
কানাডার মনোরম লোকেশনে চিত্রায়ণ করে ভারতীয় নির্মাতা ও মডেল শাইল শর্মা গানটির ভিডিও নির্মাণ করেছেন। ভিডিওতে অভিনয় করেছেন সাঈদ, নাভ ও ড্রেক। আছে আশরাফুল পাভেলের উপস্থিতিও।