মিস ওয়ার্ল্ড-২০২১ হলেন পোল্যান্ডসুন্দরী কারোলিনা বিলাফস্কা। গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর স্যান জুয়ানের কোকা–কোলা মিউজিক হলে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা শ্রী সাইনি ও দ্বিতীয় রানারআপ হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। মিসওয়ার্ল্ডের অফিশিয়াল টুইটার পেজে এসব তথ্য জানানো হয়।
রানারআপ ভারতীয় সুন্দরী শ্রী সাইনিও অভিনন্দনে ভাসছেন। বিশেষ করে তার হার না মানা জীবন সবার প্রশংসা কুড়াচ্ছে। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার একেবারে অন্তিম মুহূর্ত। থমথমে মুখে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন মিস আমেরিকা ভারতীয় বংশোদ্ভূত শ্রী সাইনি। যে স্বপ্ন তিনি ছোটবেলা থেকে লালন পালন করছিলেন, তা অবশেষে সত্যি হওয়ার পথে। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সঞ্চালিকা জানিয়ে দিলেন বিশ্বের সেরা সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন সাইনি। সেই ঘোষণা হতেই চোখের জল আর ধরে রাখতে পারেননি তিনি। চোখের সামনে ভেসে উঠেছিল এতদূর আসার লড়াইটা। ফুটে উঠছিল সেই জীবন পরিক্রমা। মেয়েকে একপ্রকার জবাবই দিয়ে দিয়েছিলেন ডাক্তার। সেই মেয়ের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। তাঁর মাথায় মুকুট আর শুভেচ্ছার ঢল।
বিজয়ীর মুকুট পরে শ্রী সাইনি। ছবি: মিস ওয়ার্ল্ডের ইনস্টাগ্রাম থেকে
মাত্র ৫ বছর বয়সেই পাঞ্জাব ছেড়ে মা-বাবার সঙ্গে ওয়াশিংটনে চলে আসেন সাইনি। ১২ বছর বয়স হতেই জীবনের মোড় এমন দিকে ঘুরল, যা সাইনির কাছে দুঃস্বপ্নের মতো। ১২ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হন সাইনি। এই বয়সেই পেসমেকার বসাতে হয় তাঁকে। শুরু হয় নতুন এক লড়াই। সাইনির জীবন কিন্তু মোটেও পাপড়ি বিছানো নয়। বরং তা কাঁটা বিছানো। হঠাৎ করেই এক দুর্ঘটনার কবলে পড়েন সাইনি। মুখের কিছুটা অংশ আগুনে পুড়েও যায়। ধীরে ধীরে অবশ্য চিকিৎসায় সেরেও ওঠেন তিনি। সেই সাইনি আজ আলো ছড়ালেন বিশ্বমঞ্চে।
‘মিসওয়ার্ল্ড ২০২১’–এর ৭০তম এ আসরের সেরা সুন্দরী কারোলিনা ব্যবস্থাপনায় স্নাতকোত্তরের শিক্ষার্থী। ভবিষ্যতে তাঁর পিএইচডি করার ইচ্ছা আছে। স্বপ্ন দেখেন টেলিভিশন সঞ্চালক ও মোটিভেশনাল স্পিকার হিসেবে ক্যারিয়ার গড়ার। এ ছাড়া সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণেও কাজ করতে চান তিনি। অনুষ্ঠানমঞ্চে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনবাসীর জন্য সমবেদনাও জানিয়েছেন এই সুন্দরী। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারোলিনা দুস্থ মানুষদের জন্য কাজ করতে ভালোবাসেন। ইতিমধ্যে সে রকম কিছু কাজে যুক্তও হয়েছেন তিনি।
‘জুপা না পিয়েত্রাইনি’ প্রকল্পের মাধ্যমে সংকটে গৃহহীনদের সহযোগিতা ও জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে তাঁর সংস্থাটি। প্রতি রোববার পোল্যান্ডের একটি শহরের ৩০০ মানুষের কাছে গরম খাবার, পানীয়, পোষাক, মাস্ক, ওষুধ পৌঁছে দেন তিনি। এ ছাড়া তাঁদের আইনি পরামর্শও দেয় তাঁর প্রতিষ্ঠানটি।
প্রতিযোগিতার প্রথম রানার-আপ ভারতীয় বংশোদ্ভূত শ্রী সাইনির জন্ম ১৯৯৬ সালে ভারতের লুধিয়ানায়। পাঁচ বছর বয়সে তাঁরা সপরিবার পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তিনি সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে বাবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন সাইনি।
‘মিস ওয়ার্ল্ড ২০২১’–এর চূড়ান্ত অনুষ্ঠানের তারিখ ছিল গত বছরের ১৬ ডিসেম্বর। প্রতিযোগিতা শুরুর আগে একসঙ্গে ১৭ প্রতিযোগীর কোভিড শনাক্ত হওয়ায় প্রতিযোগিতা স্থগিত করা হয়।