যে পরিমাণ সম্পত্তি রেখে গেলেন ‘ডিস্কো কিং’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০১:৩৭ পিএম

যে পরিমাণ সম্পত্তি রেখে গেলেন ‘ডিস্কো কিং’

কয়েকদশক ধরে ভারতীয় সিনেমার সংগীত জগতে রাজ করছেন লেজেন্ডারি সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি। আজও তাঁর গানের জনপ্রিয়তা তুঙ্গে। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন সকলের পছন্দের বাপ্পিদা। বলিউডের রক ও ডিস্কো মিউজিকের প্রবর্তক তিনিই।

আরও পড়ুন: কেন বাপ্পী লাহিড়ি সোনার গয়না পরতেন?

সঙ্গীত জগতে যেমন ছিলেন সুরের রাজা, তেমনই রাজকীয় বেশ ছিল তাঁর। জীবনধারণেও রাজার চেয়ে কিছু কম ছিলেন না 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ি। 

আরও পড়ুন: যে রোগে মারা গেলেন বাপ্পি লাহিড়ি, রোগটির উপসর্গ কী?

২০-২২ কোটির সম্পত্তি, ৪০ লাখের গয়নার মালিক ছিলেন প্রখ্যাত সুরকার।  বাপ্পি লাহিড়ি ৭৫৪ গ্রাম সোনা ও ৪ কেজি ৬২০ গ্রাম রূপোর মালিক ছিলেন বাপ্পি লাহিড়ি। সবসময়ই তাঁর গলায় একাধিক সোনার হার থাকত। হাতেও সোনার ঘড়ি থেকে নানারকম গয়না পরতেন।

২০১৪ সালে তাঁর দাখিল করা নির্বাচনী মনোনয়নপত্রে তাঁর কাছে থাকা মোট সোনা-রূপোর পরিমাণের উল্লেখ করেন।

আনন্দবাজার, জিনিউজসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রত্যেক গানের জন্য ৮ থেকে ১০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন। শোনা যায়, একঘণ্টার অনুষ্ঠানের জন্য ২০-২৫ লাখ টাকা সম্মান দক্ষিণা নিতেন বাপ্পি লাহিড়ি। ভারতের সর্বোচ্চ করদাতাদের মধ্যে একজন ছিলেন 'গোল্ডেন' ডিস্কো কিং।

আরও পড়ুন: সঙ্গীতশিল্পী সুরকার বাপ্পি লাহিড়িও চলে গেলেন

ভারতের মুম্বাইয়ে প্রাসাদপম বাড়ি বাপ্পি লাহিড়ীর। ২০০১ সালে সাড়ে ৩ কোটিতে তিনি বাড়িটি কেনেন। তাঁর সংগ্রহে রয়েছে BMW, অডি, টেসলা X-এর মতো বেশকিছু বিলাসবহুল গাড়ি।

শুধু বাপ্পী লাহিড়ি নয়, তাঁর স্ত্রী চিত্রাণী লাহিড়িও গয়না পরতে ভালোবাসেন। এমনকি বাপ্পিদার থেকে তাঁর স্ত্রীর সোনার গয়নার পরিমাণ আরও বেশি। হীরের গয়নাও রয়েছে তাঁর। ৯৬৭ গ্রাম সোনা, ৮ কেজি ৯০০ গ্রাম রূপো রয়েছে চিত্রাণী লাহিড়ির। হীরের গয়না রয়েছে ৪ লাখের। 

প্রসঙ্গত, বুধবার ভোররাতে ঘুমের মধ্যেই মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত সোমবারই বাসায় নেয়া হয় তাকে। পরদিনই আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিছুদিনের মধ্যে সুস্থও হয়ে ওঠেন।

১৯৭০ থেকে ৮০’র দশকে হিন্দি ও বাংলা চলচ্চিত্রের জগতে অন্যতম এক নাম বাপ্পি লাহিড়ি। গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালক হিসেবেও সমান পরিচিত ছিলেন তিনি। ডিস্কো ডান্সার, চালতে চালতেসহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া গেয়েছেন বহু বাংলা গান। সবশেষ ২০২০ সালে বাঘি থ্রি ছবির একটি গানে প্লেব্যাক করেন তিনি।

 

Link copied!