শাওনের গানে মুগ্ধ জয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০১:১৮ পিএম

শাওনের গানে মুগ্ধ জয়া

গায়িকা নয়, শখের বসে গান গায় অভিনয়শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। কিন্তু তার শখের গাওয়া গান জনপ্রিয়তা পায় প্রায়শঃই। অ্যালবামও বের হয়েছে তার গানের। তার কণ্ঠের ভক্ত অনেকেই। ঠিক এমনটাই হয়েছে এবারও। তার গাওয়া গান শুনে মুগ্ধতা প্রকাশ না করে পারেননি অভিনয়শিল্পী জয়া আহসান। গানের নাম ‘কানার হাট বাজার’। লালনের এই গানে শাওনের সাথে কন্ঠ মিলিয়েছেন পলাশ চন্দ্র শীল। দেশের সবচেয়ে বড় ফোক রিয়্যালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের একজন বিজয়ী পলাশ। তাদের দুইজনের এই ডুয়েট শুনেই শিল্পী দুজনকে প্রশংসায় ভাসিয়েছেন জয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও জয়া গানটি শেয়ার করেছেন এবং মুগ্ধতা প্রকাশ করে লিখেছেন ‘চমৎকার শাওন! অসাধারণ একটা ডুয়েট, আমি মুগ্ধ!'

গত বছর মেহের আফরোজ শাওন এবং চঞ্চল চৌধুরির ডুয়েট ‘যুবতী রাধে’ বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছিলো। চমৎকার অভিনয়ের সাথে তার কন্ঠের গান প্রশংসনীয়। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘যদি মন কাঁদে’, ‘ইলশেগুড়ি’,’আমার আছে জল’ আরো অনেক।

ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসর শুরু হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বর। বাংলার বাউল গান দিয়ে সারা বিশ্ব মাতাতে সান ফাউন্ডেশনের এই উদ্যোগের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ২৬ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত প্রতিযোগীতায় সারা দেশ থেকে নিবন্ধন করেছিলেন ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। এরপর দেশজুড়ে দীর্ঘ অডিশন ও সিলেকশন পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান মাত্র ২৬ জন।

বিচারকদের বিচারে শেষ পর্যন্ত টিকে সেরা পাঁচ প্রতিযোগী শিরাজাম মুনিরা পাখি, ইতি ইব্রাহিম, সোহেল ভেড়ো, পলাশ চন্দ্র শীল এবং নয়ন শীল। চ্যাম্পিয়ন বাছাই শুরুর পূর্বেই মহামারীর জন্য গ্রান্ড ফিনালে আয়োজন করা সম্ভব হয়নি। তবে ২২ অক্টোবর ২০২০ মাছরাঙা টেলিভিশনে এই আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাজিক বাউলিয়ানা ২০১৯-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় সেরা পাঁচের সবাইকে। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় আড়াই লাখ টাকার প্রাইজমানি।এ ছাড়া পাঁচজনের আলাদা আলাদা মিউজিক ভিডিও নির্মাণ করে টিভি ও ইউটিউবে সম্প্রচার করার ঘোষণা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ম্যাজিক বাউলিয়ানাদের সঙ্গে মিউজিক ভিডিওতে অংশ নেন দেশসেরা পাঁচজন সেলিব্রেটি। যেখানে ইতি ইব্রাহিমের সঙ্গে গান গেয়েছেন এবং অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিরাজাম মুনিরা পাখির সঙ্গে ফজলুর রহমান বাবু, সোহেল ভেড়োর সঙ্গে তারিন, পলাশ চন্দ্র শীলের সঙ্গে মেহের আফরোজ শাওন এবং নয়ন শীলের সঙ্গে কুসুম শিকদার।

Link copied!