সম্প্রীতির সুরে প্রাচ্যনাটের প্রতিবাদ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২১, ০৮:৪৪ পিএম

সম্প্রীতির সুরে প্রাচ্যনাটের প্রতিবাদ

পথ ছেড়োনা পথের মানুষ, সাম্প্রদায়িক মন্ত্রণা রুখতে ছড়াই সম্প্রীতির সুর- এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানায় প্রাচ্যনাট ও তার বন্ধুরা। শনিবার(৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় তাদের প্রতিবাদী আয়োজন।

আয়োজনে প্রাচ্যনাট, বাতিঘর, বটতলা, থিয়েটার ৫২, বুনোফুল, প্রীতিলতা ব্রিগেড, মাইম একশন, বৈকুন্ঠ, স্রোত সহ অনেকেই অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পথনাটক, পারফরমেন্স আর্ট, ইন্সটলেশন আর্ট, আবৃত্তি এবং সম্প্রীতির গান পরিবেশন করা হয়।

বিভিন্ন নাটক ও পারফরমেন্স আর্টের মাধ্যমে শিল্পীরা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে। পাশাপাশি এই পরিস্থিতিতে সব ধরনের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার আবেদন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ। সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে যে বিভিন্ন প্রতিবাদ করা যায় তা এই দেশ থেকে হারিয়ে গেছে বলে জানান তিনি। তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে মুক্তির জন্য রাষ্ট্রের কঠোর আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। বর্তমানে শহর থেকে গ্রাম পর্যন্ত সব জায়গাতেই স্থগিত ও স্থিমিত হয়ে পরেছে সব ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড।

বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিবাদ শেষ হলে অপরোজেয় বাংলা থেকে শিখা চিরন্তন পর্যন্ত আলোর মিছিল করে প্রাচ্যনাট।

Link copied!