‘অত্যাচারে’ অট্টালিকা ছেড়ে ভাড়াবাড়িতে ‘বাদামকাকু’র করুণ অবস্থা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২৩, ১০:৪৫ পিএম

‘অত্যাচারে’ অট্টালিকা ছেড়ে ভাড়াবাড়িতে ‘বাদামকাকু’র করুণ অবস্থা

‘বাদাম কাকু’ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত গায়ক ভুবন বাদ্যকরের জীবনে একের পর এক ঝড় বইছে। কপিরাইট ইস্যুর পর এবার নতুন উৎপাতে করুণ অবস্থা তাঁর। বিভিন্ন লোকজন চাঁদা ও সাহায্য চাওয়ায় অতিষ্ঠ হয়ে নিজের লাখ টাকার অট্টালিকা ছেড়ে এখন ভাড়াবাড়িতে থাকছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর।

জীবন সুদিন আসতেই কাঁচা বাদাম গান গেয়ে উপার্জনের টাকা দিয়ে গড়েছিলেন সাধের লাখ টাকার অট্টালিকা। এবার অত্যাচারের চোটে সেখানে থাকা সুখও হাত ছাড়া।

কাঁচা বাদাম গানের সুবাদে সোশাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠা ভুবন বাদ্যকর এখন মহা সমস্যায়। কপিরাইটের টাকা না পাওয়ার অভিযোগ তো তিনি তুলেছিলেনই । এবার তিনি উদ্ঘাটন করলেন লাখ টাকার অট্টালিকা ছেড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকার রহস্যের।

ভারতের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ভুবন বাদ্যকর জানিয়েছেন, পকেটে পয়সা আর খ্যাতির বিড়ম্বনা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আগে দুবরাজপুরের কুড়ালজুরী গ্রামে একটি ত্রিপল ঢাকা বাড়িতে থাকতেন তিনি । পরে তার বাদাম গান ভাইরাল হওয়ায় হাতে আসে লাখ লাখ টাকা । আর তারপরেই তৈরি করেন তাঁর স্বপ্নের অট্টালিকা । শুধু অট্টালিকা বলাও ভুল হবে।

দু কাঠা জমির উপর তৈরি করা তার অট্টালিকার ইন্টেরিয়ার ডিজাইন দেখলে সেটাকে কোন রাজপ্রাসাদের থেকে কম বলে মনে হয় না । কিনেছিলেন আইফোনও। কিন্তু সেই ভুবন বাদ্যকরকেই এখন লাখ টাকার অট্টালিকা ছেড়ে সপরিবারে দুবরাজপুরে থাকতে হচ্ছে ২৭০০ টাকার ভাড়া বাড়িতে।
এ প্রসঙ্গে ভুবন বাদ্যকর বলেন, " আমার কাছে অনেক টাকা আছে ভেবে বিভিন্ন গ্রাম থেকে লোক আসছে টাকা চাইতে । কখনও কেউ বলছেন মেলার জন্য টাকা দিন, কখনও কেউ বলছেন ছেলের শরীর খারাপ টাকা দিন, কখনও কেউ বলছে সংসার চলছে না টাকা দিন, কারও আবার মেয়ের বিয়ের জন্য টাকা চাই। সেই টাকার চাহিদা ২-১০ টাকা নয়, প্রায় হাজার হাজার টাকা।"

কাঁচা বাদাম খ্যাত গায়কের অভিযোগ, "একবার তো আদমপুরের একটা ছেলে সংসার চলছে না বলে টাকা চাইতে এসেছিল । তাকে টাকা না দেওয়াই সে আমার আইফোনটা কেড়ে নিয়ে চলে গিয়েছিল । তিনদিন পর আমার কাছে ৩০০০ টাকা নিয়ে ফোনটা আমাকে ফেরত দেয়।"

এসব কারণে অতিষ্ঠ হয়ে ভুবন বাবু কুড়ালজুরির অট্টালিকা ছেড়ে দুবরাজপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন সপরিবারে । মাসে মাসে গুণছেন ২৭০০ টাকা করে ভাড়া। তবে বর্তমানে তাঁর আয় নেই বললেই চলে । কতদিন এভাবে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবেন তাও তিনি জানেন না। স্বাভাবিকভাবেই চিন্তায় ঘুম উড়েছে তাঁর।

Link copied!