আলোচিত গায়ক ইলিয়াস হোসাইন ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সংসারে ভাঙনের সুর বাজছে। বিয়ের একমাস না পেরোতেই ইলিয়াস হোসাইন তার স্ত্রী সুবাহর বিরুদ্ধে ফাঁসিয়ে বিয়ে করার অভিযোগে থানায় জিডি করেছেন।
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইলিয়াসের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জিডির বিষয়ে জানান সুবাহ। ফেসবকে পোস্টে সুবাহ লিখেছেন, ‘ইলিয়াস হোসাইন আমার নামে কাল (২৮ ডিসেম্বর) থানায় জিডি করেছেন, আমি নাকি তাকে ফাঁসিয়ে বিয়ে করেছি! আল্লাহ ছাড়বেনা তোমাকে ইলিয়াস।’
তবে এই পোস্টের আগে দেওয়া আরেকটিতে সুবাহ লিখেছিলেন, ‘তুমি আমার স্বামী হয়ে আমাদের এত সুন্দর বিয়েটাকে বলছো আমি তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আরে সুন্দর সহজ সরল চেহারার পিছনে যে কতটা কুৎসিত একটা ভয়ঙ্কর মানুষ বাস করে তা আমি তোমার বউ ছাড়া কেউ জানে না। আল্লাহ তোমাকে ছাড়বে না ইলিয়াস হোসাইন।’
বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) ঘুরতে গিয়ে ইলিয়াসের একটি ভিডিও পোস্ট করে সুবাহ লেখেন, ‘যদি বলো ফাঁসিয়ে ছিলাম তবে বলবো হ্যাঁ ফাঁসিয়েছিলাম, শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার সাথে সংসার করার জন্য। তোমার তো টাকা নাই যে, টাকা দেখে ফাঁসাবো। বিচার করবেন আল্লাহ।’
এর আগে, ইলিয়াস হোসাইনের দ্বিতীয় স্ত্রী কারিণের সঙ্গে ইলিয়াসের একটি কল রেকর্ড ফাঁস করেন সুবাহ। কল রেকর্ড ফাঁস করে সুবাহ লিখেন, ‘আমার যখন বিয়ে হয়েছে পারিবারিকভাবে, তখন আমরা সবাই ওর পিছনে ৫-৬ লাখ টাকা খরচ করেছি। ও (ইলিয়াস) যখন আমাকে বিয়ে করেছে, বিয়ের মধ্যে আমাকে শাড়ি-গয়না কিছুই দেয়নি। বিয়েতে কোনো খরচও করেনি।’
ওই পোস্টে সুবাহ আরও লিখেছেন, ‘সে বিয়ের পর আমার কাছে অনেক কিছুই চেয়েছিলো। আমার মা ওকে ২৫ হাজার টাকা দামের একটা ঘড়ি গিফট করেছে। ডায়মন্ডের সোনার দুইটা আংটি, হোয়াইট গোল্ডের চেইন আমি দিয়েছি। জুতা-স্যান্ডেল, বিয়ের শেরওয়ানি, পাঞ্জাবি সবকিছু আমরা দিয়েছি।’
‘সামর্থ্য অনুযায়ী ইলিয়াস হোসাইনকে সব কিনে দিয়েছি’ দাবি করে সুবাহ ওই পোস্টে আরও লিখেন, ‘আমার ভাই ওকে রোলেক্স এর প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকা দামের একটা ঘড়ি কিনে দিয়েছে। এছাড়াও আমার আম্মু ইলিয়াসকে বলেছিলো, তোমার আর যা ডিমান্ড আছে আমরা দেবো। সুবাহর বাবা বেঁচে নেই, তাই গাড়ি-ফ্ল্যাট কিনে দিতে লেট হবে বাবা।
আমি সরল মনে ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম সংসার করার জন্য, বাচ্চা নেওয়ার জন্য। আর আমাকে বিয়ে করেছিল আমার শরীরকে ভোগ করার জন্য এবং টাকার জন্য। আল্লাহর কাছে এবং আপনাদের সবার কাছে আমি ওই বেঈমান, চরিত্রহীন, মিথ্যাবাদীর নামে বিচার দিয়ে রাখলাম।'
প্রসঙ্গত, জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা সুবাহর সঙ্গে সংগীতশিল্পী ইলিয়াসের প্রেমের গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। সে সময় সুবাহ নিজেই নতুন প্রেমের কথা জানিয়েছিলেন। সম্প্রতি তারা বিয়ে করেছেন। তবে বিয়ের এক মাস না যেতেই সংসার ভাঙনের সুর বেজে উঠেছে।