‘মুঝে ভুলা না পাওগে’ গানে সুরসম্রাজ্ঞীর শেষ বিদায়

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২২, ১০:৩২ পিএম

‘মুঝে ভুলা না পাওগে’ গানে সুরসম্রাজ্ঞীর শেষ বিদায়

উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রবিবার স্থানীয় সময় রাত ৭টার দিকে মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে, মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় শেষকৃত্য সম্পাদানের জন্য বিকেল ৪টার দিকে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লি থেকে মুম্বাইয়ে উড়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিল্পীর মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে একে একে শ্রদ্ধা জানান লতাকে‘মা’ বলে সম্বোধন করা সাবেক ক্রিকেটার শচিন টেন্ডুলকার, অভিনেতা শাহরুখ খানসহ বলিউডের অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

লতা মঙ্গেশকরের শেষকৃত্যের আচার পালন করেন তার ভাইপো আদিনাথ মঙ্গেশকর। তিনি লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে। সন্ধ্যায় লতার ‘মুঝে ভুলা না পাওগে…’ গানের মধ্যে দিয়েই চোখের জলে শেষবিদায় জানানো হয়। পার্থিব শরীরে না থাকলেও লতা মঙ্গেশকর তার প্রতিটি গানের মধ্য দিয়ে বিশ্বের অসংখ্য মানুষের হৃদয়ে থেকে যাবেন।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি লতা মঙ্গেশকরকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। প্রথম থেকেই তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। শনিবার আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রবিবার সকালে তিনি প্রয়াত হন।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে  দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Link copied!