’জীবনমুখী গায়ক’ না বলার অনুরোধ কবির সুমনের

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৭:৩২ পিএম

’জীবনমুখী গায়ক’ না বলার অনুরোধ কবির সুমনের

নামের আগে ’জীবনমুখী গায়ক’ শব্দদ্বয় ব্যবহার না করতে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় গায়ক কবির সুমন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে এ বিষয়ে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে তিনি লিখেন, ‘‘বাঙালি মিডিয়াকর্মীদের প্রতি সনির্বন্ধ অনুরোধ-আমার বাবা মা, আমার গুরুদের দোহাই, বাংলা ভাষা বাংলা গানের দোহাই আমাকে জীবনমুখী গায়ক বলবেন না। বিশেষ করে বাংলাদেশের মিডিয়াকর্মীদের প্রতি এই সনির্বন্ধ অনুরোধ। তাঁরা প্রায় সব সময় আমার নামের আগে এই কথা প্রয়োগ করে থাকেন।’’

ভিডিওতে গণমাধ্যম কর্মীদের উদ্দেশে সুমন বলেন, “১৯৬৭ সাল থেকে আকাশবাণী কলকাতার আধুনিক রবীন্দ্র ও নজরুল গীতির শিল্পী। ১৯৯২ সালে আমার প্রথম স্বরচিত আধুনিক বাংলা গানের একটি ক্যাসেট প্রকাশিত হয়। এর কোথাও নামের আগে ‘জীবনমুখী’ কথাটি ব্যাবহার করা হয়নি।”

বাংলাদেশের কণ্ঠশিল্পীদের জন্য গান লেখার কথা উল্লেখ করে সুমন বলেন, তারাও কখনও জীবনমুখী বিশেষণটি ব্যবহার করেননি।

সুমন বলেন, “মহান শিল্পী শ্রীযুক্ত নচিকেতা চক্রবর্তীর গানের ক্যাসেটে ওই কথাটি ছিল, থাকত : জীবনমুখী বাংলা গান বা গান। আমার গানের কোনও অ্যালবামে ওই কথাটি ছিল না। থাকে না। দয়া করে আমার নামের আগে ওই কথাগুলি লিখবেন না। দয়া করে।”

Link copied!