অভিষেক টেস্ট খেলেই নিষিদ্ধ রবিনসন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৭, ২০২১, ০৩:১৮ এএম

অভিষেক টেস্ট খেলেই নিষিদ্ধ রবিনসন

ওলি রবিনসন ১০ জুন অনুষ্ঠেয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না। ইংল্যান্ডের ডান-হাতি এই পেসারকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। ২৭ বছর বয়সী এই মিডিয়াম ফাস্ট বোলার টিনেজ বয়সে টুইটারে বর্ণ বৈষম্যমূলক এবং যৌন হয়রানি উসকে দেওয়া পোস্ট দিতেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তদন্ত করে দেখছে ব্যাপারগুলো। 

রবিনসনের লর্ডস টেস্টে অভিষেক হয়। এই টেস্টে তিনি ৭ উইকেট ও শিকার করেছেন। প্রথম ইনিংসে ব্যাটিংয়েও ৪২ রান করে ফেলেন । কিন্তু তার পূর্বের কাহিনী জানাজানি হলে তিনি ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু লাভ হলো না। প্রথম টেস্ট খেলেই দল থেকে ছিটকে গেলেন তিনি। 

ইংল্যান্ডের হোটেল ছাড়তে বলা হয়েছে তাকে। পূর্ণ তদন্ত শেষে রবিনসনের ভাগ্যে আরো বড় শাস্তি হয়তো অপেক্ষা করছে। তিনি সেসময় টুইটারে লিখেছেন, মুসলিমরা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। আর এদের মধ্যে বৈষম্য বেশি। বিশেষ করে যারা এশিয়ান।

 

Link copied!